ভারতে SUV গাড়ির জনপ্রিয়তা বরাবরই বেশ শীর্ষে। এই গাড়ির অত্যাধুনিক চালিকাশক্তি ও ফিচার্স যার জন্য সকলেই পছন্দ করেন SUV গাড়ি। তবে এমন গাড়ি পাওয়া যায় যা কম দামে দুর্দান্ত মাইলেজ প্রদান করে তবে আর কি চাই। এবার Toyota আনতে চলেছে এমনই একটি গাড়ি যা দামে কম ও দুর্দান্ত মাইলেজ রয়েছে। তবে এবার জেনে নেওয়া যাক গাড়িটি সম্পর্কে।
জানা যাচ্ছে, গাড়িটি আসতে চলেছে ৭টি আশ্চর্য মনোটোনে এবং চারটি ডুয়াল টোনে। গাড়িটিতে থাকবে দুই ধরনের ইঞ্জিন মিল্ড হাইব্রিড ও ১.৫ লিটার পাওয়ার শক্তি। মিল্ড ইঞ্জিনটি ১০৩ পিএস শক্তি ও ১৩৭ এনএম টর্ক উৎপন্ন করে। জানা যাচ্ছে, এটি ৫ সিটারের গাড়ি। এটির সিএনজি ভ্যারিয়েন্টটি ২৬.৬ কিলোমিটার মাইলেজ প্রদান করে। এছাড়া রয়েছে ৬ স্পীড অটোমেটিক ট্র্যান্সমিশন।
গাড়িটির এক্স শোরুম মূল্য ১০.৮৬ লক্ষ টাকা। গাড়িটি পেট্রোল ভ্যারিয়েন্টে প্রতি লিটার তেলে ১৯ কিলোমিটার মাইলেজ প্রদান করে। নিরাপত্তার জন্য রয়েছে একাধিক ফিচার্স। ৯ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এবিএস ও ছ’টি এয়ারব্যাগ। গাড়িটি এগারোটি রঙে উপলব্ধ রয়েছে। এই গাড়ির সবচেয়ে টপ মডেলটির দাম ১৯.৯৯ লক্ষ টাকা।
গাড়িতে রয়েছে টু হুইল ও ফোর হুইল। যার সাহায্যে রাস্তায় চলতে সুবিধা হয়। ৪টি ট্রিমস্ রয়েছে, যথা – E,S,G ও V। গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে S এবং G ট্রিমস্-এ। Toyota Urban Cruiser Hyryder গাড়িটি যে একাধিক ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে তা আর বলে দিতে হয় না। এতে রয়েছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ভেন্টিলেটেড সিট, হেড-আপ ডিসপ্লে, স্মার্টফোন ও স্মার্টওয়াচ কানেক্টিভিটি, প্যানোরামিক সানরুফ, অল-হুইল ডিস্ক ব্রেক সহ ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷
Leave a Reply