September 30, 2023, 11:12 am
বর্তমানে সমস্ত কেনাকাটা এক ক্লিকেই সম্ভব। একটি ক্লিকের মাধ্যমে পছন্দের জিনিস ক্লিক করলে তা কিছু সময় পর বাড়ির দোরগোড়ায় এসে হাজির। তাই আজকাল সবকিছুই অনেক সহজ গিয়েছে প্রযুক্তির উন্নতির ফলে। মুখরোচক খাবার থেকে মুদি কিংবা জামাপ্যান্ট যাই হোক সবকিছুই এক ক্লিকে হাজির হয় বাড়ির গেটে। আর এইজন্য সবচেয়ে জনপ্রিয়তা বেড়েছে যে জিনিসটির সেটি হল ক্রেডিট কার্ড। বাজারে রয়েছে একাধিক ক্রেডিট কার্ড। তবে এবার জেনে নেওয়া যাক কোনটি সবথেকে উৎকৃষ্ট।
ক্যাশব্যাক এসবিআই কার্ড: এই ক্রেডিট কার্ড এখন সবথেকে জনপ্রিয়। বর্তমানে এই ক্রেডিট কার্ড অনলাইন কেনাকাটা করলে সেই অ্যামাউন্টে দিচ্ছে ৫ শতাংশ ডিসকাউন্ট ও অন্যান্য খরচে ১ শতাংশ ক্যাশব্যাক। কার্ডটি নিলে বছরে ৯৯৯ টাকা দিতে হবে।
ফ্লিপকার্ড অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড: ফ্লিপকার্টের শপিং-এর জন্য এটি বেশ ভালো। সমস্তরকম কেনাকাটায় পাওয়া যায় ১.৫ শতাংশ ক্যাশব্যাক ও ফ্লিপকার্ট এবং মিন্ত্রাতে এই কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক ও ফ্লিপকার্টের পার্টনার মার্চেন্টে কেনাকাটায় ৪ শতাংশ ক্যাশব্যাক।
এইচএসবিসি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড: এই কার্ডের মাধ্যমে ফ্লিপকার্ট, মিন্ত্রা, আজিও-তে কেনাকাটা করলে পাবেন ৫ শতাংশ ডিসকাউন্ট। অন্যান্য অনলাইন শপিং-এ পাবেন ১.৫ শতাংশ ক্যাশব্যাক। এই কার্ডটি ব্যবহার করার জন্য প্রতি বছর দিতে হবে ৭৫০ টাকা।
অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড: এই কার্ডের মাধ্যমে আমাজন থেকে কিনলে মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক।
এইচডিএফসি মানিব্যাক এবং ক্রেডিট কার্ড: একাধিক অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, রিলায়েন্স স্মার্ট সুপারস্টোর এবং বিগ বাস্কেটে এই কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পাবেন ১০x রিওয়ার্ড পয়েন্ট। ইএমআই-এর উপর ৫x ক্যাশপয়েন্ট পাবেন।
এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড: এই কার্ডের মাধ্যমে অ্যামাজন, ফ্লিপকার্ট, পেজ্যাপ এবং স্মার্টবাই-তে কেনাকাটা করলে পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। এই কার্ড ব্যবহার করলে প্রতিবছর ১০০০ টাকা দিতে হবে
এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড: ক্লিয়ারটিপ, বুকমাইশো, নেটমেডস্-এ কেনাকাটা করলে পাবেন ১০ রিওয়ার্ড পয়েন্ট
অ্যাক্সিস ব্যাঙ্ক এসিই ক্রেডিট কার্ড: গুগল পে-এর মাধ্যমে বিল পেমেন্ট ও মোবাইল রিচার্জ করলে পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। এই কার্ডের জন্য প্রতিবছর দিতে হবে ৪৯৯ টাকা।
#জমপযনট #হক #ব #মদদকন #রইল #অনলইন #শপয়র #জনয #সবথক #ভল #Credit #Cardএর #হদশ #Sangbad #Safar
Leave a Reply