September 27, 2023, 4:08 am
সুরক্ষার সাথে রাস্তা পারাপারের জন্য ‘জেব্রা ক্রসিং’ ব্যবহার করা হয়। ছোটো থেকেই আমাদের শেখানো হয় রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই ‘জেব্রা ক্রসিং’ ব্যবহার করতে। তবে কখনো কি আপনি ভেবেছেন এই শব্দটি কোত্থেকে উৎপন্ন হয়েছে? এমনকি এর বাংলা অর্থই বা কী?
সেই সম্পর্কেই আজ আমরা জানবো এই প্রতিবেদনে। মূলত আমরা দেখেছি লাল সিগন্যালে যখন সব গাড়ি দাঁড়িয়ে যায় তখন সাদা-কালো রঙে আঁকা ‘জেব্রা ক্রসিং’ দিয়ে হেঁটে পার হয়ে যান পথচারীরা। এই শব্দ দুটির উৎপত্তি ১৯৩০’এর দশকে। যখন ইংল্যান্ডে পথচারীদের রাস্তা পার হওয়ার অনুমতি দিতে একটি পরীক্ষামূলক পদ্ধতির আয়োজন করা হয়েছিল।
যেহেতু সেই সময় ইংল্যান্ডের ট্রাফিক অনেকটাই অগোছালো ছিল ফলে পথচারীদের পার হওয়ার কোনো সুরক্ষিত উপায় ছিল না। এই পরিস্থিতিতে এক ব্রিটিশ রাজনীতিবিদ সেই ট্রায়াল ক্রসিং পরিদর্শন করার পর সেটিকে ‘জেব্রা ক্রসিং’ বলে উল্লেখ করেছিলেন।
সেই থেকে এই পদ্ধতির নাম রয়ে গিয়েছে ‘জেব্রা ক্রসিং’। সকলে এই নামেই বিষয়টিকে উল্লেখ করেন। তবে বাংলা অর্থ কিন্তু অনেকেরই জানা নেই। এমনকি কখনো ভাবেননি যে এটির বাংলা অর্থ থাকতে পারে। আসলে ‘জেব্রা ক্রসিং’এর বাংলা অর্থ হলো ‘পথচারী সেতু’।
The post News/check-out-zebra-crossing-bengali-meaning/”>জেব্রা ক্রসিংয়ের বাংলা মানে কী? প্রায় বেশিরভাগ মানুষই উত্তর দিতে ব্যর্থ হয়েছেন appeared first on Newshost24 Safar.
#জবর #করসযর #বল #মন #ক #পরয় #বশরভগ #মনষই #উততর #দত #বযরথ #হয়ছন #Newshost24 #Safar
Leave a Reply