ভারতের বাজারে স্মার্টফোনগুলির লড়াইতে সকল সংস্থা তাদের স্মার্টফোনগুলিতে এমন এমন ফিচার্স আনছে যাতে স্মার্টফোনগুলি এগিয়ে রয়েছে। কোনো কোম্পানি কম দামে দিচ্ছে দুর্দান্ত ফিচার্স আবার কোনো সংস্থা তাদের স্মার্টফোনের ক্যামেরাকে করছে উন্নত। আর এই দৌড়ে পিছিয়ে নেই মোটোরোলা। এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা কম দামে সেরা স্মার্টফোন আনে বাজারে। একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা।
এটিতে রয়েছে একাধিক ফিচার্স যাতে খুশি হবেন গ্রাহকেরা। তেমনই একটি স্মার্টফোন হল Motorola Edge 40 Neo। স্মার্টফোনটি ইতালিতে আমাজন ওয়েব সাইটে দেখা গিয়েছে। আর সেখান থেকেই স্মার্টফোনটির বিস্তারিত বিবরণ জানা গিয়েছে। আগামী মাসেই লঞ্চ করতে চলেছে এই হ্যান্ডসেটটি। তবে এবার জেনে নেওয়া যাক কী কী রয়েছে এই স্মার্টফোনে। ইতালির আমাজন ওয়েব সাইটে জানা যাচ্ছে, আগামী ১৫ই সেপ্টেম্বর এটি লঞ্চ হতে চলেছে।
জানা যাচ্ছে, এই মডেলটি Motorola Edge 30 Neo-এর আপডেট ভার্সন হিসেবে বাজারে আসতে চলেছে। এতে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে। এটি সম্পূর্ণ এইচডি ডিসপ্লে হতে চলেছে। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে এটি। এতে রয়েছে ১০৫০ মিডিয়াটেক ডাইমেনশনসিটি চিপসেট। সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করবে।
জানা যাচ্ছে, স্মার্টফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেন্সর ও আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে বলেও জানা যাচ্ছে। স্মার্টফোনে ব্যাটারি থাকবে ৫,০০০ এমএএইচ ও তার সঙ্গে ৬৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়াইফাই, ৫ জি কানেক্টিভিটি ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। জানা যাচ্ছে, এটি ৩৬,৩৫০ টাকায় লঞ্চ হতে চলেছে।
Leave a Reply