চাকরির যা অবস্থা তাতে করে অনেকেই পড়াশোনা করার পর ব্যবসা শুরুর কথা ভাবছেন। এছাড়া করোনাকালীন সময়ে যেসব ব্যক্তিরা কাজ হারিয়েছে তারাও বুঝেছে ব্যবসার কদর। তাই সেইসব ব্যক্তিরাও অনেকেই কম পুঁজিতে কি ব্যবসা করা যায় তার চিন্তাভাবনা করছেন। কিন্তু সেরকম কোনো ব্যবসা মাথায় আসছে না। তবে আজকের এই প্রতিবেদনে সেরকমই এক কম পুঁজির ব্যবসার আইডিয়া দেওয়া হয়েছে। যা থেকে ভালো পরিমাণ টাকা আয় হতে পারে। চলুন সেই ব্যবসা সম্পর্কেই জেনে নেওয়া যাক।
আজকের এই প্রতিবেদনে যে ব্যবসার কথা আলোচনা করা হয়েছে সেই ব্যবসা হলো সাবানের ব্যবসা। যে ব্যবসা সারা বছরই বাজারে চলনশীল। কারণ বর্তমানে কম-বেশি সকলের বাড়িতেই সাবানের চাহিদা দেখা যায়। সেটা বাসন মাজার ক্ষেত্রে হোক বা হাত ধোয়া, স্নান করার ক্ষেত্রেও সাবান বেশ ব্যবহৃত হয়। তাই কম পুঁজিতে এই ব্যবসা শুরু করা গেলে সারা বছরই সেই ব্যক্তি আয় করতে পারবেন।
সাবান ব্যবসার পুঁজি
খুব কম খরচেই শুরু করা যেতে পারে এই ব্যবসা অথবা কারো হাতে সেরকম অর্থ না থাকলেও এই ব্যবসা শুরু করা যেতে পারে। এক্ষেত্রে মোদি সরকারের মুদ্রা যোজনা আওতায় ৮০ শতাংশ ঋণ নেওয়া যেতে পারে। যা দিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে। তিন মাসের জন্য এই সাবানের ব্যবসা শুরু করতে গেলে মোট খরচ হবে ১৫ লাখ ৩০ হাজার টাকা। যার মধ্যে সেই ব্যক্তিকে খরচ করতে হবে ৩.৮২ লাখ টাকা। অন্যদিকে বাকি টাকাটা মুদ্রা স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন সেই ব্যক্তি।
ব্যবসা থেকে বার্ষিক আয়
এই ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি কেজি হিসাবে যত বেশি সাবান উৎপাদন করতে সক্ষম হবেন তত বেশি আয় করতে পারবেন। বার্ষিক হিসাব অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বছরে ৪ লাখ কেজি সাবান উৎপাদন করেন সেক্ষেত্রে এই ব্যবসার সবকিছু ধরে মূল্য দাঁড়ায় মোট ৪৭ লাখ টাকা। যা থেকে ব্যবসার যাবতীয় খরচ দাঁড়ায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। অর্থাৎ সেই ব্যক্তি বছরে লাভ করতে পারবেন প্রায় ৬ লাখ টাকা।
ব্যবসা শুরুর উপাদান
এই সাবানের ব্যবসা শুরু করতে গেলে একটি সাবানের কারখানা খোলা দরকার। যার জন্য দরকার ৭৫০ স্কোয়ার ফুট জায়গা। যার মধ্যে ঢেকে রাখতে হবে ৫০০ স্কোয়ার ফুট জায়গা এবং বাকি অংশটি খোলা রাখতে হবে। তবে এই সাবান ব্যবসা বা সাবান তৈরি করা মেশিনের সাহায্যেও করা যেতে পারে অথবা হাতেও করা যেতে পারে। তবে এক্ষেত্রে ব্যক্তি যদি ব্যবসা বাড়াতে চান তাহলে মেশিনের সাহায্যে করাই ভালো। তবে এর জন্য ওই খোলা অংশে সব ধরনের মেশিনসহ ৮ টি যন্ত্রপাতি থাকবে। আর এই মেশিন কিনতে মোট খরচ হবে ১ লাখ টাকা। যার ফলে দ্রুত সাবান তৈরি করে তা বাজারজাত করে বিক্রি করা যাবে।
Leave a Reply