Mahindra Scorpio N-based Global Pik Up : বাতাসে বইছে স্বাধীনতার হাওয়া। এরই মাঝে দুর্ধর্ষ লুকের একটা গাড়ি আনল মাহিন্দ্রা। গাড়িটি হল এসইউভি Scorpio N-এর একটি কনসেপ্ট পিক-আপ ট্রাক। গাড়িটি প্রকাশ্যে আনা হয়েছে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ‘ফিউচারস্কেপ গ্লোবাল ইভেন্ট’ নামক একটি অনুষ্ঠানে। জানা যাচ্ছে, নতুন মডেলটির নাম Mahindra Global Pik Up । মাহিন্দ্রা জানিয়েছে তাদের এই মডেলটি লঞ্চ হতে চলেছে আন্তর্জাতিক বাজারে।
একাধিক দেশে এটি লঞ্চ হতে চলেছে এবং তার মধ্যে ভারত রয়েছে। এবার গাড়িটি সম্পর্কে জেনে নেওয়া যাক। গাড়িটি নির্মাণ করা হয়েছে Global Vision Pik Up উচ্চ ক্ষমতার স্টিল ল্যাডার ফ্রেম চ্যাসিসের উপর। গাড়িতে দেওয়া রয়েছে ২.২ লিটার শক্তিশালী MHawk টার্বো ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১৭০ বিএইচপি এবং ৪০০ এনএম টর্ক উৎপন্ন করে। ৬ স্পীড ম্যানুয়াল ও ৬ স্পীড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। এছাড়া রয়েছে ফোর হুইল সিস্টেম।
ফিচার্স হিসেবে রয়েছে ৫জি কানেক্টিভিটি, সেমি অটোমেটিক পার্কিং, সিঙ্গেল পেন সানরুফ সহ একাধিক সুবিধা। এছাড়া গাড়িটিতে রয়েছে Zip, Zap, Zoom ও কাস্টম ড্রাইভ মোড। নিরাপত্তার জন্য রয়েছে ড্রাউজি ড্রাইভার ডিটেকশন, অল অ্যারাউন্ড এয়ারব্যাগ প্রোটেকশন ইত্যাদি।
স্টাইলিং-এর দিক থেকে বলতে গেলে এতে রয়েছে ব্ল্যাক ফ্রেম দ্বারা আবৃত ফগ ল্যাম্প অ্যাসেম্বলি, সামনের কালো গ্রিল, বোল্ড ফ্রন্ট প্রোফাইলে এবং পিক-আপের পিছনে থাকবে ভার্টিকালিস্ট স্ট্যাক টেলল্যাম্প, মাহিন্দ্রা ব্যাজিং সহ টেলবোর্ড, একটি স্পেয়ার হুইল সহ ইত্যাদি। কবে নাগাদ এটি বাজারে লঞ্চ হতে চলেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
Leave a Reply