ভারতীয় অটোমোবাইল সংস্থা ‘টাটা’ একের পর এক গাড়ি এনে চমকে দেয় গ্রাহকদের। আজ আমরা তাদেরই দুটি গাড়ি সম্পর্কে আলোচনা করবো। যার মধ্যে একটি আরেকটির থেকে ফিচার্সের দিক দিয়ে অনেকটাই উন্নত। যেগুলি হলো ‘টাটা সাফারি’ এবং ‘টাটা হ্যারিয়ার’।
এই প্রতিবেদনে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের জন্য ‘টাটা সাফারি’ কেনা কতটা লাভজনক হবে। নতুন ‘টাটা সাফারি’তে আকর্ষণীয় ডিজাইন যোগ করা হয়েছে। এটি মূলত ৬ সিটার এবং ৭ সিটার অপশনে পাওয়া যাবে। ফলে দূরের যাত্রার জন্য ভীষণই আরামদায়ক হবে এই গাড়িটি।
যেখানে ‘হ্যারিয়ার’এ মাত্র একটি ৫ সিটার ভ্যারিয়েন্ট রয়েছে। ‘টাটা হ্যারিয়ার’এ রয়েছে ৪২৫ লিটার বুট স্পেস। সেদিক দিয়ে ‘সাফারি’তে রয়েছে ৪৪৭ লিটার স্পেস। সুরক্ষার দিক দিয়ে দেখতে গেলে ‘সাফারি’তে সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। ফলে দুর্ঘটনা থেকে খুব সহজেই রেহাই পাওয়া যায়।
এছাড়া এই গাড়িটির ছাদে আপনি খুব সহজেই ৭০ কেজি পর্যন্ত জিনিস বহন করতে পারবেন। সবমিলিয়ে বলতে গেলে আভ্যন্তরীণ হোক বা বাহ্যিক সবরকম ফিচার্সের দিক দিয়েই এগিয়ে রয়েছে ‘টাটা সাফারি’। তাই এই এসইউভি গাড়িটি কোনোভাবেই হাতছাড়া করবেন না।
Leave a Reply