অন্যান্য কোম্পানির ফোন যতই থাকুক, নিত্য নতুন ফোন যতই লঞ্চ হয়ে থাকুক.. এখনো পর্যন্ত অনেকেই পছন্দ করছেন সেই বরাবর চলে আসা স্যামসাংয়ের ওপর। আর এই চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং লো টু মিড টু হাইরেঞ্জের ফোন লঞ্চ করে থাকে। আর এবার সেই সমস্ত গ্রাহকদের জন্য সুখবর। সম্প্রতি আসতে চলেছে samsung এর আরও একটি নতুন ফোন।
বিগত কয়েকদিন ধরেই samsung galaxy f34 5g স্মার্টফোনকে ঘিরে নানা প্রকারের জল্পনা শোনা যাচ্ছিল। এবার flipkart আসন্ন এই ফোনটির ডিজাইন সহ বিভিন্ন তথ্য সামনে আনলো।
শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলা samsung galaxy f34 এর স্পেসিফিকেশন সহ অন্যান্য তথ্য জেনে নিন-
ফ্লিপকার্টের ডেডিকেটেড পেজ অনুসারে samsung galaxy f34 স্মার্টফোনে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। নিচের দিকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন কাট আউট রয়েছে। গ্লসি ফিনিশিং এর সাথে আসা স্লিক মডেলের এই ফোনটি আধুনিকতার ছাপ রাখবে।
ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে যে তথ্য উপস্থিত রয়েছে সেই অনুযায়ী আলোচ্য ফাইভ জি ফোনটিতে রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ।
৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ আসা এই ফোনে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫ প্রটেকশন গ্লাস। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপ দেবে ফোনটি। কারণ এতে রয়েছে ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সমর্থিত 6000mah ব্যাটারি যা ফুল চার্জে দুইদিন পর্যন্ত সক্রিয় থাকবে বলেই দাবি করা হয়েছে।
ক্যামেরার কথা বলে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর দেওয়া হতে পারে, আট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, দুই মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স ব্যবহার হতে পারে। তথ্যসূত্রে খবর samsung galaxy F34 5g স্মার্টফোনটি, galaxy m34 5g মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আপাতত অপেক্ষা লঞ্চ হওয়ার।
Leave a Reply