September 26, 2023, 9:47 am
বর্তমানে গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির রমরমা। শুধুমাত্র গাড়িতে তা আটকে নেই, বৈদ্যুতিক সাইকেলের প্রতিও অনেকে নজর দিচ্ছেন। আর তাই সাইকেল তৈরির সংস্থাগুলি তাদের কারখানায় তৈরি করছে একাধিক বৈদ্যুতিক সাইকেল। বাড়ি থেকে ট্রেনে বা বাসে ভীড় ঠেলে যেতে কষ্ট হয় সকলের। তবে সেই দিন এবার শেষ।
এখন সেই জায়গায় এসে গিয়েছে বৈদ্যুতিক সাইকেল। তবে বৈদ্যুতিক গাড়ি বা সাইকেল কেনার পিছনে এটির মাইলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত বেশি মাইলেজ তত জনপ্রিয়তা। এদিকে গাড়ির তুলনায় সাইকেলের দামও কম তাই মানুষ বেশি আকৃষ্ট হয়৷ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সাইকেল বেশ সুবিধাজনক একটি যান।
আজকের প্রতিবেদনে রইল এমনই কিছু বৈদ্যুতিক সাইকেলের বিস্তারিত আলোচনা। আর সেই সাইকেলগুলি হল Tata Stryder Zeeta Plus, Tata Stryder Max ও Tata Stryder Voltic। পারফরম্যান্স ও ফিচার্স অনুযায়ী এই সাইকেলের দাম ২৬,৯৯৫ টাকা, ২৯,৯৯৫ টাকা ও ২৯,৫৯৯ টাকা। সাইকেলগুলিতে যেমন রয়েছে একাধিক ফিচার্স তেমনি এগুলি দিতে পারে দুর্দান্ত মাইলেজ।
সাইকেলগুলি ৩০ থেকে ৩৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এছাড়া এতে পাবেন বৈদ্যুতিক মোটর, ডিসপ্লে, ডিস্ক ব্রেক, সাসপেনশন সহ ইত্যাদি সুবিধা। সাইকেলের মোটর সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩ ঘন্টা। সম্পূর্ণ চার্জ দিলে প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। টাটা সংস্থার আরও কিছু বৈদ্যুতিক সাইকেল রয়েছে। আর সেগুলি হল X1, X2 এবং TRex+।
এই সাইকেলগুলি মাইলেজ দেয় ৪০ কিলোমিটারের বেশি। সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টার বেশি। প্রতি ঘন্টায় সাইকেলগুলি ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। এই সাইকেলগুলিতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, ফ্রন্ট লাইট, LCD মাল্টি ফাংশনাল ডিসপ্লে ইত্যাদি। সাইকেলের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকা।
#টরনবসর #ভড় #এড়ত #কনন #সসতর #এই #খস #ইসইকলগল #দম #রডম #ওয়নপলস #সমরটফনর #থকও #কম #Newshost24 #Safar
Leave a Reply