1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
ডাউনপেমেন্ট ছাড়াই মাসিক কম EMI-তে বাড়ি আনুন Alto K10, কিভাবে? রইল বিস্তারিত | Newshost24 Safar - Newshost24

September 21, 2023, 8:21 am

News Headline :
এইচএসসি পাসে এসএমসিতে চাকরি, আবেদন অনলাইনে IPL-এর আগেই হয়ে গিয়েছে ধোনির ছেলের নামকরণ, কি হল মাহি পুত্রের নাম? দেখুন ভিডিও করোনা থেকে বাঁচতে খাদ্যতালিকায় অবশ্যই রাখবেন যে ৫ খাবার Share market: সেনসেক্স ও নিফটির বড় সড় ধস, একদিনে গায়েব ২ লক্ষ কোটি টাকা Puja Bonus: পুজোর আগেই মিলবে বোনাস! কত টাকা বোনাস পাবে সরকারি কর্মীরা? India-Canada Trade: ভারত-কানাডার বাণিজ্য নিয়ে আশঙ্কা! এর মূলে রয়েছে নিজ্জর হত্যা ম্যানেজার পদে চাকরি দিচ্ছে এস আলম গ্রুপ Mia Khalifa: কিছু ভুল ক্ষমার অযোগ্য! পূর্ব কাজে লজ্জিত মিয়া খিলিফা Chanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্যChanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্য LIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টদের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকারLIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকার

ডাউনপেমেন্ট ছাড়াই মাসিক কম EMI-তে বাড়ি আনুন Alto K10, কিভাবে? রইল বিস্তারিত | Newshost24 Safar

ডাউনপেমেন্ট ছাড়াই মাসিক কম EMI-তে বাড়ি আনুন Alto K10, কিভাবে? রইল বিস্তারিত | Newshost24 Safar

ডাউনপেমেন্ট ছাড়াই মাসিক কম EMI-তে বাড়ি আনুন Alto K10, কিভাবে? রইল বিস্তারিত | Sangbad Safar
ডাউনপেমেন্ট ছাড়াই মাসিক কম EMI তে বাড়ি আনুন Alto K10, কিভাবে?

ভারতের বাজারে মারুতি সুজুকি সংস্থা রীতিমতো জনপ্রিয় একটি সংস্থা। একের পর এক দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হওয়া এই সংস্থার গাড়িগুলি চমক দেয় সকলকে। তেমনই আজকের প্রতিবেদনে এই এই সংস্থার একটি গাড়ি Maruti Suzuki Alto K10। গাড়িটি যেমন দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম তেমনি গাড়িটি রক্ষণাবেক্ষণ করতেও অনেক কম খরচ। তাই অনেকেই গাড়িটি পছন্দ করতে শুরু করেছেন।

গাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য খরচ হবে প্রতি মাসে ৫০০ টাকা। গাড়িটি বেস ভ্যারিয়েন্ট ১০০ শতাংশ ফিন্যান্স করা হলে এটির ইএমআই পড়বে ৭০০০ টাকা। পেট্রোল ভ্যারিয়েন্টের পাশাপাশি এতে থাকবে সিএনজি ভ্যারিয়েন্ট। এটিতে বসতে পারবেন ৫ জন। এতে রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স যা পেট্রোল ভ্যারিয়েন্টে বিদ্যমান। এছাড়া AMT গিয়ারবক্স রয়েছে। প্রতি লিটার তেলে গাড়িটি ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।

গাড়িটিতে BS-VI ফেজ ২ কমপ্লায়েন্ট ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন Alto K10-এ থাকবে। এই ইঞ্জিনটি ৬৭ পিএস শক্তি ও ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সিএনজিতে ইঞ্জিনটি ৫৭ পিএস শক্তি ও ৮২.১ এনএম টর্ক উৎপন্ন করে। সিএনজি ভ্যারিয়েন্টে গাড়িটি ৩৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। প্রতি মাসে গাড়িটি দেখভালের জন্য খরচ হবে ৫০০ টাকা।

গাড়িটির সার্ভিসিং করলে এতটাই কম খরচে তা হবে যা অবিশ্বাস্য। তবে এটিই সত্যি। জানা যাচ্ছে, এই মডেলটির এক্স শোরুম মূল্য ৩.৯৯ লক্ষ টাকা। অন রোড মূল্য ৪.৪১ লক্ষ টাকা। এছাড়া এটি ইএমআই-এর মাধ্যমে নিতে পারেন। ৭ বছরে ৯ শতাংশ সুদের হারে গাড়িটিতে পড়বে ৭১০৮ টাকা ইএমআই।


#ডউনপমনট #ছড়ই #মসক #কম #EMIত #বড় #আনন #Alto #K10 #কভব #রইল #বসতরত #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews