1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
তরুণ প্রজন্মকে পাগল করতে আসছে Bajaj Pulsar NS 200, ফিচারসে টেক্কা দেবে R15-কে | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 6:03 am

তরুণ প্রজন্মকে পাগল করতে আসছে Bajaj Pulsar NS 200, ফিচারসে টেক্কা দেবে R15-কে | Newshost24 Safar

তরুণ প্রজন্মকে পাগল করতে আসছে Bajaj Pulsar NS 200, ফিচারসে টেক্কা দেবে R15-কে | Newshost24 Safar

তরুণ প্রজন্মকে পাগল করতে আসছে Bajaj Pulsar NS 200, ফিচারসে টেক্কা দেবে R15-কে | Sangbad Safar
তরুণ প্রজন্মকে পাগল করতে আসছে Bajaj Pulsar NS 200, ফিচারসে

বাজারে একের পর এক নতুন সংস্থা নিজেদের বাইক গাড়ি লঞ্চ করে চলেছে। কখনো দারুণ মাইলেজ কখনো দারুন লুক দিয়ে মন মাতাচ্ছে এই প্রজন্মদের। আর এমন প্রতিযোগিতার বাজারে দীর্ঘদিন ধরে নিজের জমি শক্ত করে রাখা সহজ কাজ নয়… তবে এই কঠিন কাজই অনায়াসে করে যাচ্ছে বাজাজ। মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে স্বপ্নপূরণের কথা বললে সবথেকে জনপ্রিয় দুচাকার যান বাজাজের বাইক।

নিজেদেরকে আপডেট করে এখন সকলের মন মাতাচ্ছে এই সংস্থা। এবার আরো একটি কিলার লুকের বাইক এনে অন্যান্য গাড়ি সংস্থাগুলিকে প্রতিযোগিতায় ফেলল BAJAJ. বলা হচ্ছে Bajaj Pulsar NS 200 এর কথা। এই বাইকটিতে আপনি প্রথম নজরে দেখতে পাবেন এর কিলার লুক। সঙ্গে থাকবে শক্তিশালী ইঞ্জিন। লুকের দিক থেকে তো সঙ্গে সঙ্গেই যুবকদের হৃদয়ে রাজ করছে এটি তবে বৈশিষ্ট্যেও কোনো খামতি রাখেনি।

এতে থাকছে সেমি ডিজিটাল কনসোল এবং বাল্ব টাইপ হেডল্যাম্প। ব্যবহার করা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস সাথে আরো অনেক নতুন ফিচার এড করা হয়েছে। ইঞ্জিনের কথা বলে এতে অফার করা হচ্ছে ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এবং লিকুইড কুল্ড ট্রিপল স্পার্ক ইঞ্জিন। খবর বাইকটি বিএস সিক্স নির্গমন নিয়ম অনুসারে প্রস্তুত করা হয়েছে।

ইঞ্জিন থেকে আউটপুট এর পরিমাণের কথা বললে জানা গেছে এটি ২৩ বিএইচপি শক্তি এবং 18.3 nm পিক টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিনের সাথে সংযুক্ত রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স। অত্যাধুনিক বৈশিষ্ট্য ও দারুন লুকের সাথে আসা এই বাইকটির দাম দেড় লাখের কাছাকাছি। আশা করা হচ্ছে ইয়ামাহা R15কে দারুন প্রতিযোগিতার মুখে ফেলবে Bajaj Pulsar NS 200.


#তরণ #পরজনমক #পগল #করত #আসছ #Bajaj #Pulsar #ফচরস #টকক #দব #R15ক #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews