হোয়াটসঅ্যাপ সময়ের সাথে সাথে নিয়ে আসে ইউজারদের জন্য নতুন নতুন ফিচার। আর এই জন্যই সব চ্যাটিং অ্যাপ গুলির মধ্যে বর্তমানে হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তা সবথেকে বেশি।
ইতিমধ্যে দুটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থেকে চ্যাট লক ফিচার… নিত্য নতুন ফিচার্স এনেছে মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ যোগ করেছে আরো এক নিউ ফিচার্স। এর আগে হোয়াটসঅ্যাপে ভিডিও ফাইল অ্যাটাচ করে পাঠানো যেত, তা ব্যক্তিগত কোন মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে তারপর ভিডিও ফাইল আকার পাঠানো যেত। তবে নয়া ফিচার্সে অ্যাপের মাধ্যমে তাতক্ষনিক ভাবেই রেকর্ড ও শেয়ার করা যাবে ভিডিও। ঠিক ভয়েস ম্যাসেজের মতোন।
কিভাবে ভিডিও বার্তা পাঠাবেন-
এর জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপে গিয়ে কোন চ্যাট বা গ্রুপে যান। সেখানে ডানদিকে নীচে একটি মাইকের অপশন রয়েছে। যাতে ক্লিক করে ভয়েস মেসেজ পাঠানো যায়। সেই বোতামে ক্লিক করলেই ভিডিও মোডে সুইচ করার বিকল্প সামনে আসবে। এবার বোতাম টিপে ধরে নিজের বার্তা রেকর্ড করতে পারবেন।
বার্তা রেকর্ড হলে তা সেখান থেকেই সেন্ড করে দিতে পারবেন। এখানে কিন্তু শেষ নয় ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারের বিকল্প আছে whatsapp. এছাড়াও বর্তমানে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহারের সুযোগও পান ইউজাররা। এমনকি ইউজাররা whatsapp অ্যাকাউন্টে ফোন নম্বর লুকিয়ে শুধুমাত্র নিজের নাম রাখতে পারবেন ডিসপ্লেতে। একটা সময় ছিল যখন এই অ্যাপ ব্যবহার করা হতো শুধুমাত্র মেসেজিং অ্যাপ হিসাবে কিন্তু বর্তমানে এটি হয়ে উঠেছে অন্যতম প্রয়োজনীয় অ্যাপ।
Leave a Reply