এবার মাত্র ৮,০০০ টাকায় ৭০ কিলোমিটার মাইলেজওয়ালা বাইক আপনি বাড়ি নিয়ে যেতে পারেন! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এতো কম টাকায় এতো বেশি মাইলেজওয়ালা বাইক কীভাবে পাওয়া যাবে? আসুন তাহলে সেই বিষয়ে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। আমাদের দৈনন্দিন যাত্রার ক্ষেত্রে বাইক ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাইক কেনার আগে সবার প্রথমে যে বিষয়টি লক্ষ্য করা হয় সেটি হল মাইলেজ। কারণ, ক্রমাগত যে পরিমাণে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে ভালো মাইলেজের বাইক না নিলে ভীষণই সমস্যা হয়।
এই তালিকায় সবার প্রথমে নাম আসে ‘Bajaj CT 110X’এর। এই বাইকে আপনি ৭০ কিলোমিটার মাইলেজ পাবেন। বাইকটির এক্স-শোরুম মূল্য ৬৭,০০০ টাকা। সবমিলিয়ে আপনাকে খরচ করতে হবে ৮১,০০০ টাকা। তবে যদি আপনি এতোগুলো টাকা একসাথে না দিতে পারেন, তাহলেও চিন্তা নেই। কারণ, ফাইন্যান্সে কেনার অপশন দিয়েছে সংস্থা।
এক্ষেত্রে আপনাকে ৮,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাকি ৭৩,০০০ টাকা ৯.৭ শতাংশ সুদের হারে ৩ বছর মাসিক ২,৩৬৪ টাকা দিয়ে শোধ করতে হবে। এই টাকা যদি আপনি হিসাব করে দেখেন তাহলে দৈনিক আপনার খরচ পড়ছে মাত্র ৭৮ টাকা। যার দ্বারা এটাই স্পষ্ট যে খুবই কম টাকা খরচ করে আপনি দুর্দান্ত বাইক নিজের করে নিতে পারেন।
ফিচার: যদি আমরা বাইকের ফিচার দেখি তাহলে এতে রয়েছে ১১৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ৮.৬ পিএস শক্তি এবং ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৪ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স। সুরক্ষার জন্য দুই চাকাতে রয়েছে ড্রাম ব্রেক। আপনি এতে সর্বাধিক গতিবেগ পেয়ে যাবেন ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এখানেই শেষ নয় যদি আমরা কিছু আধুনিক বৈশিষ্ট্য দেখি তাহলে পাবেন অ্যানালগ ওডোমিটার, স্পিডোমিটার, এলইডি হেডলাইট, এলইডি টেললাইট ইত্যাদি।
রঙ: রংয়ের বিকল্পে রয়েছে লাল-কালো, নীল-কালো ও সবুজ।
Leave a Reply