বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের চাহিদা এতোটাই বেড়ে গিয়েছে যে একাধিক স্টার্টআপ সংস্থা এই ধরনের যানবাহন আনতে শুরু করেছে। এক কথায় বলতে গেলে বিদ্যমান সংস্থাগুলির চেয়ে স্টার্টআপ সংস্থাগুলিরই বেশি ইলেকট্রিক যানবাহন রয়েছে বাজারে। সেরকমই একটি সংস্থা দুর্দান্ত দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।
যেগুলি দামের দিক দিয়ে অনেকটাই সস্তা তবে তাতে ফিচার রয়েছে দুর্দান্ত। ‘SAR Group’এর অধীনস্থ ‘Lectrix EV’ ভারতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, যেগুলির নাম হলো ‘LXS G2.0’ এবং ‘LXS G3.0’। যেখানে ব্যবহার করা হয়েছে ২.৩ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারী।
এছাড়া এই স্কুটারগুলি সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই স্কুটারগুলির দাম ১ লাখ টাকার। জানা গিয়েছে, ভারতে প্রায় ১০০ টিরও বেশি শহরে এই স্কুটার কিনতে পারবেন গ্রাহকেরা। আগামী মাসের ১৬ তারিখ থেকে এই স্কুটার বুকিং শুরু হবে।
আপনাদের জানিয়ে রাখা ভালো বিক্রি শুরুর দিকে সেখানে আকর্ষণীয় অফার উপলব্ধ থাকবে। এই স্কুটারগুলির বৈশিষ্ট্য দেখতে গেলে এতে রয়েছে হেলমেট ওয়ার্নিং, অটো ইন্ডিকেটর, ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম, ফাইন্ড মাই ভেহিকেলের মতোন একাধিক আকর্ষণীয় ফিচার্স।
Leave a Reply