মাত্র ৯৯৯ টাকা দিয়ে কিনে ফেলতে পারবেন ‘ওলা’র জনপ্রিয় একটি ইলেকট্রিক স্কুটার! বর্তমান সময়ে যদি আমরা ইলেকট্রিক স্কুটারের কথা বলি তাহলে এই সংস্থার নাম আসে প্রথমদিকেই। এই সংস্থাটি মূলত সস্তায় দুর্দান্ত ফিচারের স্কুটার আনার জন্য বেশি জনপ্রিয়।
সম্প্রতি ভারতের বাজারে তারা নিয়ে এসেছে সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার ‘OLA S1 Air’। জুলাই মাসে স্কুটারটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। যার প্রারম্ভিক মূল্য স্থির করা হয়েছে ১.০৯ লক্ষ টাকা। তবে এটি মাত্র ৯৯৯ টাকা দিয়ে বুক করতে পারবেন।
যদি আপনি এই স্কুটার কেনার পরিকল্পনা করেন তাহলে প্রথমে ৯৯৯ টাকা দিয়ে বুক করে পরে বাকি টাকা দিতে পারেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এতে ৩ kWh এর ব্যাটারী প্যাক দেওয়া হয়েছে। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ দিলে ১২৫ কিলোমিটার পথ চলতে সক্ষম।
সেক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ গতি হবে ৮৫ কিলোমিটার। যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ৭ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রয়েছে ৩৪ লিটার বুট স্পেস ইত্যাদি। স্কুটারটির মূলত তিনটি ড্রাইভ মোড রয়েছে, যেগুলি হলো নর্মাল, ইকো এবং স্পোর্টস। মোট চারটি রঙে উপলব্ধ রয়েছে এই স্কুটার।
Leave a Reply