ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা হিরো মটোকর্প এবার এমন এক বাইক লঞ্চ করল যা প্রতি লিটার তেলে ৫৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। জানা যাচ্ছে, পুরোনো মডেলের কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। আর সেই বাইকটি হল হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক।
ইতিমধ্যে বাজারে সকলের দৃষ্টিগোচর হয়েছে বাইকটি। বাইকে রয়েছে ১২৪.৭ সিসি ইঞ্জিন যা ১০.৭ বিএইচপি পাওয়ার এবং ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে বাইকে দেওয়া হয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। প্রতি লিটারে গাড়িটি ৬৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম।
প্রতি ঘন্টায় গাড়িটির বেগ ৯০ কিলোমিটার। বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি যার মাধ্যমে নিজের স্মার্টফোন সংযোগ করে সমস্ত রকম আপডেট বাইকে পাওয়া যাবে। এছাড়া বাইকে রয়েছে হাই বিম, রিয়েল টাইম মাইলেজ, লো ফুয়েল, সাইড স্ট্যান্ড এবং আইথ্রিএস তথ্য পাওয়া যাবে।
এছাড়া এতে রয়েছে ইউএসবি চার্জিং সাপোর্ট। গাড়িটি লঞ্চ পাওয়া যাচ্ছে তিনটি রঙে। গাড়িটির দাম ৮৩,৩৬৮ টাকা থেকে ৮৭,২৬৮ টাকা পর্যন্ত। এটি এক্স শোরুম মূল্য। এটির অন-রোড দাম ৯৮,০০০ টাকা থেবকে ১,০৩,০০০ টাকার মধ্যে।
Leave a Reply