September 26, 2023, 10:34 am
মারতি সুজুকির একটি নতুন মডেল লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। আর সেই মডেলটি হল Maruti Suzuki EECO 7-Seater MPV। মনে করা হচ্ছে গাড়িটি আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে বাজারে। গাড়িটি ৭ আসনের। পরিবার নিয়ে বেড়িয়ে পড়ার জন্য এটি একটি আদর্শ গাড়ি।
সংস্থার তরফে গাড়িটি সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি। তবে এটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। গাড়িটির মূল সিলুয়েট আগের মতনই রয়েছে। এটির সাইড ও রিয়ার প্রোফাইলে বিশেষ পরিবর্তন আনা হয়নি। তবে শুধু ৭ আসন নয়, ৫ সীটারেও গাড়িটি পাওয়া যাবে।
গাড়িটির ডিজাইন ও লুকের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, গাড়িটি চলবে ১.২ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দ্বারা যা ৭৩ পিএস শক্তি ও ৯৮ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। মডেলটির সিএনজি ভ্যারিয়েন্টও রয়েছে।
যেটির ইঞ্জিন ৬৩ পিএস শক্তি ও ৮৫ এনএম টর্ক উৎপন্ন করে। পেট্রোল চালিত ইঞ্জিনে গাড়িটি ১৬.১১ কিলোমিটার ও সিএনজি ভ্যারিয়েন্টে প্রতি লিটারে ২৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। গাড়িটি পাওয়া যাবে পার্ল মিডনাইট ব্ল্যাক, মেটালিক গ্লসেনিং, সলিড হোয়াইট, সেরুলিয়ান ব্লু ইত্যাদি রঙে।
The post News/check-out-maruti-suzuki-eeco-7-seater-mpv-features/”>দমদার মাইলেজের সঙ্গে আসছে মারুতির সবথেকে সস্তা MPV, লঞ্চের আগেই ফাঁস দাম-ফিচারস appeared first on Newshost24 Safar.
#দমদর #মইলজর #সঙগ #আসছ #মরতর #সবথক #সসত #MPV #লঞচর #আগই #ফস #দমফচরস #Newshost24 #Safar
Leave a Reply