বিভিন্ন উৎসবের মরশুমকে লক্ষ্য করে অটোমোবাইল সংস্থাগুলি তাদের নতুন যানবাহন লঞ্চ করে। এই যেমন সেপ্টেম্বর মাসে একাধিক গাড়ি লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে। যেই তালিকায় রয়েছে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি এসইউভি। আসুন তাহলে এই গাড়িগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
Tata Nexon Facelift- আগামী ১৪ই সেপ্টেম্বর এই এসইউভি গাড়িটি লঞ্চ হতে পারে। সমস্ত মূলত তাদের সবথেকে বেশি বিক্রিত গাড়ির আপডেটেড ভার্সন হিসেবে এই গাড়িটিকে বাজারে আনতে চলেছে। ১৪৯৭ সিসির ইঞ্জিন দেওয়া হবে এই গাড়িতে। জানা গিয়েছে গাড়িটির প্রারম্ভিক মূল্য থাকবে ৮ লক্ষ টাকা।
Citroen C3 Aircross- এটি মূলত একটি ফরাসি অটোমোবাইল সংস্থার গাড়ি। যা খুব শীঘ্রই বিভিন্ন বিকল্পের সাথে বাজারে উপলব্ধ হবে। এই গাড়িটির দাম শুরু হতে পারে ১১.৫০ লক্ষ টাকা থেকে। এতে মাইলেজ পাওয়া যাবে ১৯.৩ কিলোমিটার প্রতি লিটার।
Honda Elevate- আগামী ৪ঠা সেপ্টেম্বর এই গাড়িটি বাজারে লঞ্চ হতে চলেছে। ১৪৯৮ সিসি ইঞ্জিনযুক্ত এই গাড়িতে সর্বাধিক শক্তি উৎপন্ন হবে ১১৯.৩৫ বিএইচপি। এতে মাইলেজ পাওয়া যাবে ১৫.৩১ কিলোমিটার প্রতি লিটার। এই গাড়িটির দাম হবে ১১ লক্ষ টাকা।
Tata Nexon EV Facelift- আগামী মাসে এই সংস্থার সবথেকে বেশি চাহিদাসম্পন্ন এই ইলেকট্রিক গাড়িটি লঞ্চ হতে পারে। যেখানে ৩২০-৪৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। এই গাড়িটির দাম হতে পারে ১৫-২০ লক্ষ টাকা।
Mercedes EQE electric- আগামী ১৫ই সেপ্টেম্বর এই গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ৯০.৬ কিলোওয়াট ব্যাটারীপ্যাক ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। ভারতে এই গাড়ির দাম শুরু হবে ৭০ লক্ষ টাকা থেকে।
Leave a Reply