1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সঙ্গে থাকবে 50MP সেলফি ক্যামেরা, সস্তায় ধামাকাদার স্মার্টফোন আনতে চলেছে Vivo | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 6:05 am

দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সঙ্গে থাকবে 50MP সেলফি ক্যামেরা, সস্তায় ধামাকাদার স্মার্টফোন আনতে চলেছে Vivo | Newshost24 Safar

দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সঙ্গে থাকবে 50MP সেলফি ক্যামেরা, সস্তায় ধামাকাদার স্মার্টফোন আনতে চলেছে Vivo | Newshost24 Safar

দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সঙ্গে থাকবে 50MP সেলফি ক্যামেরা, সস্তায় ধামাকাদার স্মার্টফোন আনতে চলেছে Vivo | Sangbad Safar
দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সঙ্গে থাকবে 50MP সেলফি ক্যামেরা, সস্তায় ধামাকাদার

মোবাইলের দুনিয়ায় একের পর এক নতুন মডেল এনে চমকে দিচ্ছে Vivo। এবার তাদের নতুন মডেল Vivo V29e নিয়ে এলো তারা। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ এটি গ্লোবাল হতে চলেছে। তবে ভারতের বাজারে কবে আসবে তা জানা যায়নি। সবমিলিয়ে ৩৯টি দেশে এটি লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনের মূল আকর্ষণ হল ৩ডি কার্ভ ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া দুর্দান্ত প্রসেসর, ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যা স্মার্টফোনটিকে করে তুলেছে আকর্ষণীয়। স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে।

তবে এবার জেনে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য রয়েছে এই মোবাইলে। এটির দু’টি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে যার মধ্যে একটির মধ্যে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং সেটির দাম ২৬,৯৯৯ টাকা। অপর ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি যার দাম ২৮,৯৯৯ টাকা। গ্রাহক ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি কিনতে পারেন।

স্মার্টফোনটি দু’টি রঙে উপলব্ধ হতে চলেছে, একটি হল আর্টিস্টিক ব্লু ও আরেকটি আর্টিস্টিক রেড। এটিতে ডিসপ্লে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। প্রাইমারি ক্যামেরা রয়েছে ৬৪ মেগাপিক্সেল ও সেলফি তোলার জন্য ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল যা স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এছাড়া প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫।

এটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যাতে ৪৪ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। দু’টি ভ্যারিয়েন্টে এটি লঞ্চ হচ্ছে এবং দু’টি সেটের আলাদা দাম রয়েছে। একটি ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং আরকটি ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। অন্যতম আকর্ষণীয় স্মার্টফোন হতে চলেছে এটি।


#দরধরষ #রয়র #কযমর #সঙগ #থকব #50MP #সলফ #কযমর #সসতয় #ধমকদর #সমরটফন #আনত #চলছ #Vivo #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews