নতুন রঙে এবার লঞ্চ করা হলো ‘Benelli TRK 502’ এবং ‘TRK 502X’। ভারতে ‘Benelli’র ব্যবসা পরিচালনা করে ‘আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। তারাই এবার নতুন রঙে লঞ্চ করলো এই দুটি বাইক। এখন থেকে ‘TRK 502’ ধূসর ও সাদা ছাড়াও কালো ও সবুজ রঙে উপলব্ধ হবে।
এছাড়া ‘TRK 502X’ মডেলটি পাওয়া যাবে ধূসর, সাদা, হলুদ ও সবুজ রঙে। নতুন রঙে আসামাত্রই বাইক দুটির দাম বেড়ে গিয়েছে ২৫ হাজার টাকা। ফলে এখন ‘TRK 502’ এবং ‘TRK 502X’এর এক্স-শোরুম মূল্য যথাক্রমে ৫.৮৫ লক্ষ এবং ৬.৩৫ লক্ষ টাকা।
আপনি চাইলে এই বাইক যে কোনো ‘বেনেলি’ ডিলারের থেকে ১০,০০০ টাকা দিয়ে বুক করতে পারেন। যদি আমরা ফিচার্সের কথা বলি তাহলে দুটি বাইকেই রয়েছে ৫০০ সিসির লিকুইড কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। যেখানে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৪৬ এনএম টর্ক উৎপন্ন হয়।
অন্যান্য ফিচার্স দেখতে গেলে এতে রয়েছে অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবার,২০ লিটার ফুয়েল ট্যাঙ্ক, ক্র্যাশ গার্ড, ইঞ্জিন হিট এয়ারডাক্ট ইত্যাদি। এখানেই শেষ নয় দুটি বাইকেই ৩ বছর বা চাইলে আনলিমিটেড দূরত্বসহ ওয়ারেন্টি পাওয়া যাবে।
Leave a Reply