1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
দেখুন ভিডিও- সম্পূর্ণ খালি হাত পায়ে তড়তড়িয়ে গাছে উঠছে একরত্তি খুদে, বানর ছানার সঙ্গে তুলনা নেটিজেনদের - Newshost24

September 27, 2023, 5:18 am

দেখুন ভিডিও- সম্পূর্ণ খালি হাত পায়ে তড়তড়িয়ে গাছে উঠছে একরত্তি খুদে, বানর ছানার সঙ্গে তুলনা নেটিজেনদের

দেখুন ভিডিও- সম্পূর্ণ খালি হাত পায়ে তড়তড়িয়ে গাছে উঠছে একরত্তি খুদে, বানর ছানার সঙ্গে তুলনা নেটিজেনদের

দেখুন ভিডিও- সম্পূর্ণ খালি হাত পায়ে তড়তড়িয়ে গাছে উঠছে একরত্তি খুদে, বানর ছানার সঙ্গে তুলনা নেটিজেনদের
দেখুন ভিডিও সম্পূর্ণ খালি হাত পায়ে তড়তড়িয়ে গাছে উঠছে একরত্তি

ছোটবেলায় পেয়ারা বা অন্যান্য গাছে চড়ার অভিজ্ঞতা নিশ্চয় রয়েছে এগুলির মতো অনাবিল আনন্দ বোধহয় আর কিছু হয় না। ছোটবেলা মানেই দুষ্টুমি আর দৌরাত্ম্য। আর কিছু বাচ্চা যেন বেশীই চঞ্চল হয়। আর এই ধরনের বাচ্চাদের কখনো বড়োরা বকে বলে বাদরামি করিস না তো। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সত্যিই এক বাচ্চাকে বাদরের মতোই কাজ করতে দেখা গেল। তার এই ভিডিও দেখলে অবাক হতে হয়।

কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ঘরের মসৃন দেওয়াল বেয়ে তরতর করে উঠে যাচ্ছে একটি বাচ্চা ছেলে ঠিক যেন স্পাইডারম্যান। আর এবার আবার এরকম এক বাচ্চার কান্ড ভাইরাল রয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি লম্বা গাছের ডালে বসে রয়েছে এক শিশু। বয়স দেখে মনে হচ্ছে সে এখনো হাঁটতে শেখেনি অথচ সে একবারে তরতরিয়ে গাছে উঠে বসে রয়েছে। আবার তাকে নিচে নামতে আসার কথা বলা হলে সে একদম বানর এর মতোই তরতরিয়ে নিচে নেমে এসছে। ভিডিও দেখলে মনে হবে সে গাছে ওঠা নামায় যথেষ্ট পোক্ত। এইটুকু বয়সে এমন সাহস দেখে অবাক হয়ে গেছে নেটিজেনরা।

জানা গেছে শিশুটির নাম আমিন। আমিনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে। তার এই কান্ড তাজ্জব করে দিয়েছে সকলকে।


#দখন #ভডও #সমপরণ #খল #হত #পয় #তড়তড়য় #গছ #উঠছ #একরতত #খদ #বনর #ছনর #সঙগ #তলন #নটজনদর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews