September 26, 2023, 8:51 am
Brain Teaser: এই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই। বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারে (Twitter) আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা। যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে।
তবে, আজকের এই ব্রেন টিজারটির (Brain Teaser) মধ্যে দেশলাই কাঠির সাহায্যে একটি অঙ্ক করা হয়েছে। যদিও অঙ্কটি পুরোটি ভুল। দেশলাই কাঠির সাহায্যে লেখা আছে যে, 5+3=12। তবে, এটি তো সঠিক নয়। কিন্তু আপনাকে সঠিকভাবে অঙ্কটি সাজাতে হবে। এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরে থাকেন আপনি একজন বুদ্ধিমান বাক্তিত্বের অধিকারী।
মূলত ১টি কাঠি সরিয়ে এই অঙ্কটিকে সঠিকভাবে সাজাতে হবে। যারা এটি বলতে পারবেন তারা যে সত্যিই জিনিয়াস তা নিঃসন্দেহেই বলা যায়। অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও এই অঙ্কটি সমাধান করতে পারেননি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে যথাযথ বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেব বিষয়টি।
Matchstick Puzzle : 2-7=3, একটি কাঠির স্থান পরিবর্তন করলেই ম
গানিতিক ধাঁধা: 6, 25, 62, 123, ?, বলুন তো এই অঙ্কটির উত্তর ক
বুদ্ধির খেলা : 6+0=8, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সঠিক
বুদ্ধির খেলা : ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি ফলের নাম
Interview Question : মেয়েদের শরীরের কোন অঙ্গে আঙুল ঢোকালে জ
বুদ্ধির খেলা : 7×8=24, দু’টি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক,
চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘E’ এর ভিড়ে লুকিয়
Matchstick Puzzle: 9-9=19, দু’টি কাঠি যোগ করলেই মিলে য
বুদ্ধির খেলা: ছবি দেখে বলুন তো উত্তর কত হবে, সমাধান করতে বুদ
Matchstick Puzzle: 8+5=9, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, এ
এই সমস্যার সমাধান যদি নিজেই করতে পারেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে উন্নত করতে পারবেন। অনেকেই আছেন যারা কিনা নেশার বসে পরে হোক বা অবসর সময় কাটাতে কিছু না কিছুর উপর নির্ভরশীল হন। আর সেই হিসেবেই মানুষ বেছে নেয় মজার কিছু খেলা। তবে, আজ আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী।
চলুন দেখে নেওয়া যাক উত্তরটি।
আপনি যদি এই অঙ্কটিকে সঠিক আকারে সাজাতে চান তাহলে 5 এর থেকে একটি কাঠি জুড়ে সেটিকে 9 করতে হবে। আর বাদবাকি যা আছে তাই রাখুন। তাহলেই বিষয়টি ঠিক হয়ে যাবে। অঙ্কটি দাঁড়াবে। 9+3=12। এবার তবে নিজেরাই মিলিয়ে নিন।
#দশলই #কঠর #ধধ #একট #কঠ #যগ #করলই #মল #যব #অঙক #সমধন #করত #মথ #ঠকছ #জনযসরও
Leave a Reply