ভারতের প্রথম কাস্টোমাইজড ইলেকট্রিক গাড়ি হিসেবে লঞ্চ হয়েছে ‘MG Comet EV’এর এক্সক্লুসিভ মডেল। যার নাম রাখা হয়েছে ‘গেমার এডিশন’। এটির ডিজাইন তৈরি করেছেন ভারতীয় গেমার মর্টাল ওরফে নামান মাথুর। গেমিং যাদের পছন্দ তাদের এই গাড়ির ডিজাইন ভীষণই পছন্দ হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে। এই গাড়ির প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই কাস্টোমাইজড গেমিং এডিশন উপলব্ধ রয়েছে।
এতে রয়েছে ১৭.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারীপ্যাক। যেটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭ ঘন্টা। আর সম্পূর্ণ চার্জ হলে এই গাড়ি ২৩০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এছাড়াও সুরক্ষার দিকটিকে মাথায় রেখে এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, এবিএস সিস্টেম, রিয়ার পার্কিং ক্যামেরা ইত্যাদির মতো অত্যাধুনিক সুবিধা।
ডিজাইন দেখতে গেলে এটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সরঞ্জামের দ্বারা। যারা মূলত গেমিংয়ের মাধ্যমে উত্তেজনা অনুভব করেন তাদের জন্য ভীষণই আকর্ষণীয় ডিজাইন রাখা হয়েছে গাড়িতে। ডার্ক ও লাইট থিমের সংমিশ্রণে গাড়িটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এই গাড়ির ভেতরে গোটা কেবিন গেমিংয়ের থিম দিয়ে তৈরি। নিয়ন আলোর সরঞ্জাম রাখা হয়েছে তাতে। যার ফলে গাড়িটি ভীষণই আকর্ষণীয় হয়ে উঠেছে।
দাম: এই মডেলগুলি কিনতে হলে আপনাকে অতিরিক্ত ৬৪,৯৯৯ টাকা খরচ করতে হবে। সবমিলিয়ে এই গাড়ির প্রারম্ভিক মূল্য ৮.৬৫ লক্ষ টাকা।
Leave a Reply