1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
দেশের বাজারে ঝড় তুলতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ather Energy, পাবেন সস্তায় দুরন্ত রেঞ্জ | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:03 am

দেশের বাজারে ঝড় তুলতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ather Energy, পাবেন সস্তায় দুরন্ত রেঞ্জ | Newshost24 Safar

দেশের বাজারে ঝড় তুলতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ather Energy, পাবেন সস্তায় দুরন্ত রেঞ্জ | Newshost24 Safar

দেশের বাজারে ঝড় তুলতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ather Energy, পাবেন সস্তায় দুরন্ত রেঞ্জ | Sangbad Safar
দেশের বাজারে ঝড় তুলতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Ather

সম্প্রতি ভারতে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘Ather Energy’ যেগুলি হলো ‘Ather 450S’ এবং ‘Ather 450X’। আসুন তাহলে স্কুটারগুলির ফিচার এবং অন্যান্য তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Ather 450S

এতে রয়েছে ২.৯ কিলোওয়াট-আওয়ার ব্যাটারীপ্যাক। যা ৫.৪ কিলোওয়াট শক্তি এবং ২২ এনএম টর্ক উৎপন্ন করে। যেটির ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৬ ঘন্টা। সম্পূর্ণ চার্জ হলে এই স্কুটার ১১৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। জানা গিয়েছে এই স্কুটারে সর্বোচ্চ গতিবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা।

Ather 450X

এতে রয়েছে ২.৯ কিলোওয়াট-আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারীর বিকল্প। যেগুলি যথাক্রমে ১১৫ কিলোমিটার এবং ১৫০ কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই স্কুটার থেকে ৬.৪ কিলোওয়াট শক্তি এবং ২৬ এনএম টর্ক উৎপন্ন হয়।

যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে দুটি স্কুটারেই ৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কুটারগুলিতে রয়েছে ‘আপদকালীন সিগন্যাল’। আসলে যখন স্কুটারের গতি ৫০ কিলোমিটার/ঘন্টা রেখেই চালক ব্রেক কষেন তখনই এই ফিচার সক্রিয় হয়। পাশাপাশি এতে ব্রেকলাইট জ্বলে ওঠে এবং অন্যান্য রাইডারদের ভিজ্যুয়াল ওয়ার্নিং দেওয়া হয়।

দাম: দুটি স্কুটারের দাম যথাক্রমে ১.৩০ লক্ষ ও ১.৩৮ লক্ষ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই স্কুটার দুটির বুকিং শুরু হয়ে গিয়েছে। যদিও জানা গিয়েছে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে।


#দশর #বজর #ঝড় #তলত #দট #ইলকটরক #সকটর #লঞচ #করল #Ather #Energy #পবন #সসতয় #দরনত #রঞজ #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews