September 26, 2023, 10:21 am
অবশেষে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার অবসান! কারণ, সম্প্রতি নেকেড ভার্সন স্ট্রীটবাইক হিসেবে বাজারে প্রবেশ করলো ‘TVS Apache RTR 310’। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো তারা প্রিমিয়াম মোটরবাইক আনতে চলেছে ভারতীয় বাজারে। সেই সম্ভাবনা খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। এর আগে সংস্থার ৩১০ সিসি সেগমেন্টে ছিল ‘Apache RR 310’, এবার তাতেই নাম যোগ হলো ‘Apache RTR 310’এর। থাইল্যান্ডে এই বাইকের আনুষ্ঠানিক ঘোষণা করেছে সংস্থা। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতে এই বাইকের বিক্রি শুরু হবে।
ফিচার: এতে রয়েছে ৩১২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ৩৫.১ হর্সপাওয়ার শক্তি এবং ২৮.৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৬ স্পীড গিয়ারবক্স। জানা গিয়েছে এই বাইকটিতে সর্বাধিক গতি পাওয়া যাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।
সুরক্ষার জন্য দুই চাকাতেই ডুয়াল চ্যানেল এবিএস’যুক্ত ডিস্কব্রেক দেওয়া হয়েছে l যদি আমরা অন্যান্য আধুনিক ফিচার দেখি তাহলে সেখানে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল,৫ টি রাইডিং মোড, ট্যুইন এলইডি হেডল্যাম্প, ক্লাইমেট কন্ট্রোল সিট, টায়ার প্রেসার মনিটর ইত্যাদি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে টায়ার প্রেসার মনিটর এবং ক্লাইমেট কন্ট্রোল সিটের মতো আধুনিক ফিচারগুলির জন্য ১৮,০০০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।
দাম: বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে এই বাইকটি লঞ্চ করা হবে। যেগুলির দাম পড়বে ২.৪৩ লক্ষ টাকা থেকে ২.৬৪ লক্ষ টাকা পর্যন্ত। আপনি চাইলে এই বাইকটির প্রি-বুকিং করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ৩,১০০ টাকা।
#দশর #বজর #তলপড় #করত #হজর #নতন #TVS #Apache #RTR #বক #মতর #টকয় #Newshost24 #Safar
Leave a Reply