সম্প্রতি ‘মারুতি সুজুকি’ তাদের বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে দুর্দান্ত অফারের কথা ঘোষণা করেছে। যেখানে সর্বাধিক ৫৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন গ্রাহকেরা। সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে সস্তা গাড়ির তালিকায় রয়েছে ‘Maruti Alto 800’ এবং ‘Maruti Alto K10’। মধ্যবিত্তদের ক্ষেত্রে এই গাড়িগুলি একদমই উপযুক্ত। সম্প্রতি এই গাড়িগুলির উপরেই বড়োসড়ো ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে সংস্থা।
‘Alto K10’ গাড়িতে পাবেন ৩৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকা এক্সচেঞ্জ অফার এবং ৪,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট বোনাস। সবমিলিয়ে ৫৪,০০০ টাকা ছাড়ে এই গাড়িটি আপনি কিনে ফেলতে পারবেন। বর্তমানে এই গাড়ির দাম ৩.৯ লক্ষ টাকা থেকে ৫.৯৬ লক্ষ টাকা পর্যন্ত। আর এই ৫৪,০০০ টাকা ছাড়ের অফার শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্টের উপরেই প্রযোজ্য রয়েছে।
যদি কেউ সিএনজি ভ্যারিয়েন্ট নিতে চান তাহলে সেখানে মাত্র ২০,০০০ টাকার অফারই পাওয়া যাবে। অন্যদিকে যদিও ‘Maruti Alto 800’ গাড়ির উৎপাদন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, তবে বেশ কিছু উৎপাদিত গাড়ি এখনো বিক্রি হচ্ছে। এই গাড়িতে শুধুমাত্র আপনি ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। বর্তমানে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৩.৫৪ লক্ষ টাকা থেকে।
আরো একটি গাড়ি ‘S Presso’তে পেয়ে যাবেন ৩৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট, ৪০০০ টাকা কর্পোরেট ডিসকাউন্ট এবং ১৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। এই গাড়িতেও ৫৪,০০০ টাকার অফার রয়েছে। বর্তমানে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা থেকে ৬.১২ লক্ষ টাকা পর্যন্ত। আর ৫৪,০০০ টাকার ছাড় শুধুমাত্র টপ ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। বেস মডেলে ৩০,০০০ টাকা ছাড় রয়েছে। এছাড়া আরো একটি বিষয় জানিয়ে রাখা ভালো এই অফার শুধুমাত্র আগস্ট মাস পর্যন্তই বৈধ রয়েছে।
Leave a Reply