September 26, 2023, 10:21 am
স্বাধীনতা দিবসের দিন বড়সড় ঘোষণা করল ভারতের জনপ্রিয় গাড়ি তৈরি সংস্থা ওলা। তারা জানিয়েছে, আর ও তিনটি নতুন মডেল তারা দেশের বাজারে আনতে চলেছে। আর সেই স্কুটারগুলি হতে চলেছে বৈদ্যুতিক। তাই পরিবেশ দূষণ যেমন কমানো যাবে তেমনি এই স্কুটারে থাকবে একাধিক নতুন ফিচার্স যা চোখ ধাঁধানো পারফরম্যান্স দিতে বাধ্য। এর আগে দু’টি স্কুটার থাকলেও এবার সেই তালিকায় আরও তিনটি যেগ হয়েছে। এবার ওলা কোম্পানির যে বৈদ্যুতিক স্কুটারের পাল্লা ভারী হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
Ola S1 Pro-তে নতুন প্রযুক্তি যোগ করা হয়েছে। নতুন সিরিজে ওলা এনেছে Ola 1 X। এটি অনেকটাই কম দাম। চলতি বছরের শুরুতে কোম্পানির তরফে Ola S1 Air লঞ্চ করা হয়। সেটি বেশ কম বাজেটের স্কুটার ছিল। এবার সেই কথা মাথায় রেখে আনা হল আরও তিনটি নতুন মডেল S1 X+, S1 X এবং S1 X (2kwh)। ওলা জানিয়েছে, তারা নতুন MoveOS আপডেট চালু করেছে স্কুটারের জন্য। তারা জানিয়েছে, তাদের সংস্থায় এটিই সবথেকে বড় আপডেট।
ওলা নতুন চারটি বাইকও লঞ্চ করেছে বলে জানিয়েছে। এর পাশাপাশি তারা তাদের সংস্থা স্কুটার Ola S1 Pro-কে আরও উন্নত ও শক্তিশালী করেছে। এই স্কুটারটির দাম ১,৪৭,৪৯৯ টাকা। ইতিমধ্যে প্রো-এর পার্চেস উইন্ডো শুরু হয়েছে। আগামী মাসে এটির ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে। Ola S1 Air-এর দাম ১,১৯,৯৯৯ টাকা। Ola S1 X+ মডেলটির দাম ১,০৯,৯৯৯ টাকা। তবে এটি আগামী ২১শে আগস্ট পর্যন্ত ৯৯,৯৯৯ টাকায় পাবেন।
Ola S1 X মডেলটির দাম ৯৯,৯৯৯ টাকা। এটিও আগামী ২১শে আগস্টের মধ্যে কিনলে ৮৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। Ola S1 X (2kWh) মডেলটির দাম ৮৯,৯৯৯ টাকা। এটি আগামী ২১শে আগস্ট পর্যন্ত দাম থাকবে ৭৯,৯৯৯ টাকা। এই তিনটি মডেলের ডেলিভারি শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। স্কুটারগুলির দাম সম্পর্কে জানার পর এবার এগুলির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হলো।
Ola S1 Pro-এর রয়েছে একটি ৪kWh ব্যাটারি, যেটি ১৯৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এটি প্রতি ঘন্টায় ১২০ কিমি পথ অতিক্রম করতে পারে। Ola S1 Air মডেলটিতে রয়েছে ৩kWh ব্যাটারি যা ১৫১ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এটি প্রতি ঘন্টায় ৯০ কিমি পর্যন্ত অতিক্রম করতে পারে। সর্বশেষ মডেল Ola S1 X-এ রয়েছে ২ অথবা ৩kWh ব্যাটারি যা ১৫১ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। এটি প্রতি ঘন্টায় ৯০ কিমি মাইলেজ দিতে সক্ষম।
#দশ #লঞচ #হল #১৫০ #কম #দমদর #মইলজর #সর #ইসকটর #ডযশ #লক #নজর #কড় #ফচরস #পগল #করতর #Newshost24 #Safar
Leave a Reply