1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
ধামাকাদার ফিচারসের সাথে এন্ট্রি নিতে চলেছে Redmi-র এই নতুন স্মার্টফোন, ঝাক্কাস ক্যামেরার সঙ্গে থাকবে ৮০০০mAh ব্যাটারী | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:20 am

ধামাকাদার ফিচারসের সাথে এন্ট্রি নিতে চলেছে Redmi-র এই নতুন স্মার্টফোন, ঝাক্কাস ক্যামেরার সঙ্গে থাকবে ৮০০০mAh ব্যাটারী | Newshost24 Safar

ধামাকাদার ফিচারসের সাথে এন্ট্রি নিতে চলেছে Redmi-র এই নতুন স্মার্টফোন, ঝাক্কাস ক্যামেরার সঙ্গে থাকবে ৮০০০mAh ব্যাটারী | Newshost24 Safar

ধামাকাদার ফিচারসের সাথে এন্ট্রি নিতে চলেছে Redmi-র এই নতুন স্মার্টফোন, ঝাক্কাস ক্যামেরার সঙ্গে থাকবে ৮০০০mAh ব্যাটারী | Sangbad Safar
ধামাকাদার ফিচারসের সাথে এন্ট্রি নিতে চলেছে Redmi র এই নতুন স্মার্টফোন,

কমবাজেটে দুর্দান্ত একটি স্মার্টফোন নিয়ে এলো জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘রেডমি’ ভারতীয় বাজারে এই সংস্থার রমরমার কথা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। বিভিন্ন সময় তারা বিভিন্ন স্মার্টফোন এনে চমকে দেয় সকলকে। সেরকমই তারা আনতে চলেছে ‘Redmi Note 14 Pro Max’। যেখানে একদিকে যেমন দুর্দান্ত ফিচার্স রয়েছে তেমনি এই ফোনের দাম অনেকটাই কম।

ফিচার্স-

এতে রয়েছে ৬.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে।
ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৫জি প্রসেসর। রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ।

রয়েছে ৩২ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। আর সামনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে স্মার্ট চার্জিংযুক্ত ৮০০০ mAh ব্যাটারী। যার অর্থ দুর্দান্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনে।

দাম: মনে করা হচ্ছে এই ফোনের দাম হতে পারে ৩৬,৯৯৯ টাকা।


#ধমকদর #ফচরসর #সথ #এনটর #নত #চলছ #Redmiর #এই #নতন #সমরটফন #ঝককস #কযমরর #সঙগ #থকব #৮০০০mAh #বযটর #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews