চিরাচরিত একই ব্র্যান্ড নয় বরং বর্তমানে বহু গ্রাহক খোঁজেন মিড রেঞ্জের মধ্যে একটি ভালো ফোন। আর ইতিমধ্যে এই তালিকায় নাম করে নিয়েছে জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড Honor. সম্প্রতি এই brand আরো একবার বাজারে নতুন করে প্রবেশ করতে চলেছে, যার নাম Honor 90. ইতিমধ্যে এই ফোনটি বিশ্বের একাধিক বাজারে লঞ্চ করে গেছে এখন অপেক্ষা ভারতে এর লঞ্চ হওয়ার।
তাই এই প্রতিবেদনের জানুন আসন্ন ফোনটির বিস্তারিত তথ্য-
TECHNICAL guruji বক্তব্য অনুযায়ী এই ফোনটি জলদি দেশে লঞ্চ করা হবে। প্রতিবেদনে রইল এর সম্ভাব্য স্পেসিফিকেশন বৈশিষ্ট্য ইত্যাদি- যেহেতু ফোনটি একাধিক দেশের লঞ্চ করে গেছে তাই টিপস্টার জানিয়েছেন গ্লোবাল মডেলের সাথে ভারতীয় মডেলের বেশ কিছু মিল থাকবে। মডেলটি 6.7 ইঞ্চির অ্যামোলেড কোয়াড কার্ভড ফ্লোটিং ডিসপ্লে সহ আসতে পারে।
ফোনটির সব থেকে বড় আকর্ষণ হতে চলেছে ওর ক্যামেরা কোয়ালিটি। এখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি কেমেরা সহ ১২ এবং ২ মেগাপিক্সেলের আরো দুটি ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। উন্নত পারফরম্যান্সের জন্য কোয়েলকম স্ন্যাপড্রাগন ৭জেন ১ প্রসেসর দেওয়া হবে বলেই অনুমান।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট এর বিকল্পে উপলব্ধ হতে চলেছে ফোনটি- 8GB RAM and 256 GB internal storage, 12 GB ram and 256 GB internal storage, 12 GB ram and 512GB internal storage. এছাড়াও জানা গেছে ফোনে ৬৬w ফার্স্ট চার্জিং সমর্থিত পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাওয়া যাবে।
উল্লেখ্য REALME INDIA এর প্রাক্তন সিইও মাধব শেঠের হাত ধরে Honor কোম্পানির ফোন দেশে ফিরতে পারে বলেই অনুমান করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত এই সম্পর্কিত কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি মাঠব শেঠ। কিন্তু Honor for knights নামক এক ট্রেডমার্ক দেখা গিয়েছে তার নামের সাথে।
Leave a Reply