এবার মোবাইলের বাজারে মুক্তি পেতে চলেছে Infinix Zero 30 5G। জানা যাচ্ছে, এটি আগস্টের ৩০ তারিখ লঞ্চ হয়েছে। যদিও আগে থেকেই আগত মোবাইলটির একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে তবে আজকের প্রতিবেদনে এই মোবাইল নিয়েই রইল আলোচনা। জানা যাচ্ছে, এই নতুন মডেলে রিয়ার প্যানেলে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর।
এতে মিডিয়াটেক চিপসেট থাকবে তবে তার ডাইমেনসিটি ১১০০ SoC হবে না। তবে কি কি থাকবে নতুন ফোনে তা জেনে নেওয়া যাক। রিয়ার ক্যামেরাতে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও তাতে থাকবে ৩ গুণ সেন্সর জুম ক্যাপাসিটি, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, এলইডি ফ্ল্যাশ।
রিয়ার ক্যামেরা সেটাপে রয়েছে ডুয়াল ভিডিও রেকর্ডিং অপশন, স্কাই রিম্যাপিং এবং আরও একাধিক সুবিধা। তবে দুর্দান্ত প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া প্রসেসর থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট। এর সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও দ্রুত চার্জিং সাপোর্ট থাকবে।
৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মোবাইলটি পাওয়া যাবে ২৫,০০০ টাকারও কম দামে। মোবাইলটি পাওয়া যাবে দু’টি রঙে, আর সেই দু’টি রঙ হল রোম গ্রীন ও গোল্ডেন আওয়ার। সেপ্টেম্বরের শুরুতেই মোবাইলটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন।
Leave a Reply