বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত ফোন হল ফোল্ডিং ফোন আর তা যদি হয় স্যামসাংয়ের তাহলে তো আর কথাই নেই। ইতিমধ্যে samsung এর ফোল্ডিং ফোন গুলির জনপ্রিয়তা পেয়েছে। কোরিয়ান কোম্পানি samsung তাদের বিপুল ফ্যান সহ গোটা টেক জগতের সামনে নতুন টেকনোলজি মেলে ধরে জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্প্রতি এবার তাদের ফোল্ডেবল স্মার্টফোনে নতুন জেনারেশন হিসাবে উঠে আসছে Samsung Galaxy Z flip এর কথা। ইতিমধ্যে ফোনটির অফিশিয়ালি লঞ্চ হয়ে গেছে। আর আজকে এই ফোনটির রিভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকলে প্রতিবেদনে।
প্রথমেই বলে রাখা দরকার যে এই ফোনটির লুক এবং ডিজাইন ফোনে সব থেকে বড় বিশেষত্ব। গ্যালাক্সির অন্যান্য ফোল্ডেবল ফোনের মত এটিও ও লিফলেট সহ ship করা হয়েছে। এই ফোল্ডেবল ফোনটি খুলতে বন্ধ করতে তার পূর্বসূরীর মতই অনুভব হবে। তবে হ্যাঁ একটু লক্ষ্য করলে দেখা যাবে যে স্বল্প যে ফাঁকটি ছিল সেটা এর মধ্যে আর নেই।
অর্থাৎ ফোনটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এটি আগের থেকে তুলনায় অনেকটাই পাতলা। ডিসপ্লের কথা বললে এর স্ক্রিন আগের তুলনায় কিছুটা বড় এবং নতুন ডিসপ্লেতে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। এছাড়াও এটিতে যেকোনো অ্যাপ সহজেই চালাতে সক্ষম হবেন। জানা গেছে এটি গ্যালাক্সি ফ্লিপ সিরিজের সবথেকে বড় আউটার ডিসপ্লে হবে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলে এই ডিভাইসটি কোয়েলকাম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সাপোর্ট করে।
ব্যাটারির কথা বলে এতে 25w ফার্স্ট চার্জিং সাপোর্ট যুক্ত 3700 battery রয়েছে। লুকের কথা বললে পিছনে ম্যাট গ্লাস প্যানেল দেখা যাবে। তবে এর পুরো রিভিউ দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। আগামীতে এর পুরো রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের পোর্টালটি ফলো করুন।
Leave a Reply