হিরো এবার তাদের মুকুটে আনছে নয়া পালক। তারা এবার একটি নতুন বাইক নিয়ে আসতে চলেছে। আর সেই বাইকের নাম শুনলে অনেকেই কিনতে উদ্যেগী হবেন। সেই বাইকটি হল Hero Karizma। জানা যাচ্ছে, চলতি মাসের শেষে একাধিক ফিচার্স নিয়ে বাজারে হাজির হতে চলেছে বাইকটি। এই বাইকটি একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এটি দেশের মানুষের কাছে একটি ভরসার জায়গা।
এবার জানা যাচ্ছে এই বাইকটি তার নতুন প্রজন্মের বাইক এনে হাজির করতে চলেছে তাদের সংস্থায়। হার্লে ডেভিডসন-এর সঙ্গে জুটি বেঁধে এবার হিরো আনতে চলেছে নতুন প্রজন্মের গাড়ি Hero Karizma XMR 210। জানা যাচ্ছে, এটি আগামী ২৯শে আগস্ট লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফে এই বাইকটির একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়৷ আর সেখানেই দেখা যায় বাইকটিকে।
টিজারে শুধুমাত্র একটি শিলয়েট ছবি প্রকাশ্যে এসেছে। এই কারণে বাইকটির নতুন ভার্সনটি প্রকাশ্যে আসেনি। নতুন ভার্সনে দেওয়া হচ্ছে এলইডি হেডলাইট, ডিআরএল। মনে করা হচ্ছে এই বাইকে থাকবে ২১০ সিসি লিকুইড ইঞ্জিন। এর পাশাপাশি থাকছে ৬ স্পীড গিয়ারবক্স। বাইকের ইঞ্জিনটি ২৫ বিএইচপি ও ৩০ এনএম টর্ক উৎপন্ন করে।
বাইকের সামনে থাকবে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে থাকবে ডুয়াল চ্যানেল এবিএস৷ তবে সমস্ত ফিচার্সের বিষয়টি এক্ষুনি জানা যাবে না৷ বাইকের উপর থেকে পর্দা উন্মোচন না হলে বাইকটির সমস্ত ফিচার্স জানা যাবে না৷ মনে করা হচ্ছে বাইকটি ভারতের বাজারে বিক্রি হতে পারে ১.৮ লক্ষ টাকায়৷
Leave a Reply