খুব শীঘ্রই এবার নতুন রূপে আসতে চলেছে ‘Mahindra Bolero’। ভারতের বাজারে জনপ্রিয় এই গাড়িটি ‘Mahindra Bolero Neo’ নামে লঞ্চ হতে চলেছে। আমরা সকলেই জানি যে ভারতীয় বাজারে ৭ আসনের গাড়ির কী পরিমাণ জনপ্রিয়তা রয়েছে। আসলে সপরিবারে কোথাও যাওয়ার ক্ষেত্রে বেশি আসনের গাড়ির প্রয়োজন।
আর মধ্যবিত্তের বাজেটের দিক দিয়েও এই গাড়িটি পকেটসুলভ। সেইসব কারণেই সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা ক্রমাগত বেড়েছে। এই দিকটি মাথায় রেখে এবার ২০২৩ সালে আপডেটেড ভার্সন আনতে চলেছে সংস্থা। যেখানে দুর্দান্ত ফিচার পেয়ে যাবেন গ্রাহকেরা।
প্রথমেই যদি আমরা ডিজাইনের কথা বলি তাহলে সেখানে আধুনিক ডিজাইন লক্ষ্য করা যাবে। শুধু তাই নয় রঙের বিকল্প পেয়ে যাবেন এই নতুন গাড়িতে। অন্যদিকে যদি ফিচার দেখি তাহলে এতে আপনি পাবেন সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবিএস সিস্টেম, কী-লেস এন্ট্রি, ব্লুটুথ কানেকশন, মিউজিক সিস্টেম ইত্যাদি।
একইসাথে সেখানে রিয়ার পার্কিং সেন্সরও দেখা যাবে। এই গাড়িতে আপনারা ২৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাবেন। আকর্ষণীয় এই গাড়ির দাম ১০.৭৪ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।
Leave a Reply