ই-কমার্স অ্যামাজন শপিং অ্যাপ মানেই একের পর এক ছাড়। ফ্রিডম সেল থেকে শুরু করে বিভিন্ন সেল প্রত্যেকটা ছাড়ে বিভিন্ন প্রোডাক্টের ওপর দারুন সব অফার নিয়ে আসে এই প্লাটফর্ম।তবে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রিডম সেল শেষ হলেও অফার কিন্তু শেষ হচ্ছে না। এই মুহূর্তে এই ই-কমার্স সাইটটি দারুণ সব অফার দিচ্ছে ফোনের ওপর। আপনি যদি সস্তায় ভালো ফোন পেতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ফোনের ওপর অফার থাকছে-
Redmi 12C – 6.71 ইঞ্চি HD+ display সহ এই ফোনে পেয়ে যাবেন ভরপুর ফিচার্স। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর। এছাড়াও এখানে দেওয়া হয়েছে 10ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফলে ফোনটিতে যেমন পেয়ে যাবেন দারুন পারফরমেন্স তেমনই তাড়াতাড়ি ব্যাটারি শেষ হওয়ার ও চিন্তা থাকবে না।
এত ফিচার সহযোগে ফোনটি অফারে পেয়ে যাবেন মাত্র ৮৪৯৯ টাকায় যার আসল দাম ১৩৯৯৯ টাকা। (4gb ram+64gb internal storage)
Redmi Narzo N55 – ফোনটির ৪ জিবি Ram ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের সাধারণত দাম থাকে ১২৯৯৯ টাকা, কিন্তু এই মুহূর্তে আপনি পেয়ে যাবেন 10999 টাকায়। এই ফোনের বৈশিষ্ট্য বললে এতে দেওয়া হয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও চার্জিং স্পিডও Redmi 12Cএর চেয়ে বেশি। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও পেয়ে যাবেন ফোনটিতে।
Samsung Galaxy M04 – সাধারণত ফোনটির দাম থাকে ১১৯৯৯ টাকা যা মাত্র ৮ হাজার ৪৯৯ টাকায়(4GB Ram+64Gb storage) এই মুহূর্তে পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে MediaTek Helio P35 প্রসেসর। ১৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ও 5000mah ব্যাটারি রয়েছে এতে।
Redmi Narzo N53 – 4GB Ram+64Gb storage যুক্ত এই মডেলটিতে মিলবে Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে, 33W fast charging এর সুবিধা। সাধারণত এই ফোনটির দাম থাকে ১২৯৯৯ টাকা তবে এই মুহূর্তে অফারে আপনি পেয়ে যাবেন ১০৯৯৯ টাকায়।
Redmi A2 – এই ফোনটির আসল দাম ৮ হাজার ৯৯৯ টাকা হলেও বর্তমানে মাত্র ৬৪৯৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন। ফোনে পাবেন ২ জিবি Ram ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
Leave a Reply