সময়ের সাথে সাথে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি দুর্দান্ত ফিচার্সের স্মার্টফোন নিয়ে আসছে গ্রাহকদের জন্য। যার ফলে সকলেই রীতিমতো চিন্তায় পড়ে যেন কোন সংস্থার স্মার্টফোন কেনা ভালো হবে। এছাড়া কোন কোন ফিচার দেখে স্মার্টফোন কিনবেন সেগুলিও অনেকে জানেন না।
আজ আমরা সেরকমই কিছু বিষয় নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করবো। যার ফলে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন স্মার্টফোন কেনা আপনাদের জন্য লাভজনক হবে।
কোনো ফোন কেনার আগে যে বিষয়গুলি সবার প্রথমেই মাথায় রাখা উচিত সেগুলি হলো ‘র্যাম’ এবং ‘স্টোরেজ’।
আসলে ‘র্যাম’ যত বেশি থাকবে ফোন ততই মসৃণভাবে চলবে। একাধিক অ্যাপ থাকলেও ফোন কখনোই স্লো হবে না। তাই অবশ্যই বেশি র্যামযুক্ত স্মার্টফোন কেনা উচিত। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘স্টোরেজ’।
ফোনে যেহেতু বিভিন্ন ছবি, ভিডিও ইত্যাদির আদান-প্রদান হয় ফলে স্টোরেজ ভর্তি হয়ে যায়।
এরপর ফোন ভালোভাবে চলে না। তাই এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেশি ‘স্টোরেজ’। তাইতো ফোন কেনার আগে বেশি ‘র্যাম’ এবং বেশি ‘স্টোরেজ’ দেখে তবেই ফোন কিনুন।
Leave a Reply