খুব শীঘ্রই এবার বাজারে আসতে চলেছে ‘হণ্ডা’র নতুন বাইক ‘Honda SP 160’। আসলে কমিউটারের পাশাপাশি স্পোর্টস ফিচারের সংমিশ্রণ ঘটিয়ে এই বাইকটি তৈরি করা হয়েছে। অন্যদিকে এই বাইকের প্রতিদ্বন্দ্বী বাইক হিসেবে বাজারে উপলব্ধ রয়েছে ‘Bajaj Pulsar’। আজ আমরা এই দুটি বাইকের তুলনামূলক আলোচনা করবো এই প্রতিবেদনে। যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন বাইকটি কেনা আপনার জন্য লাভজনক হবে।
Honda SP160
এই বাইকে ব্যবহার করা হয়েছে ১৬০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যেটি সর্বোচ্চ ১৩.৫ হর্সপাওয়ার শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। চালকের সুবিধার জন্য সেখানে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এছাড়াও বাইকে দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্প, এলইডি টেইললাইট। শুধু তাই নয় সুরক্ষার দিকটি মাথায় রেখে দু’চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে।
বাইকটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। যার একটি সিঙ্গেল ডিস্ক আর অন্যটি ডুয়াল ডিস্ক।
দাম: ১.১৮ লক্ষ থেকে ১.২২ লক্ষ টাকা।
Bajaj Pulsar
যদি আমরা ‘পালসার’ দেখি তাহলে সেটির মূলত চারটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ রয়েছে। যেগুলি হলো ‘Bajaj Pulsar 150’, ‘Bajaj Pulsar P 150’, ‘Bajaj Pulsar N160’ এবং Bajaj Pulsar NS160’। যার অর্থ হলো ১৫০ এবং ১৬০ সিসি উভয় ইঞ্জিনই পাওয়া যাবে।
দাম: Bajaj Pulsar 150- ১.১৭ লক্ষ থেকে ১.১৯ লক্ষ টাকা। Bajaj Pulsar 160- ১.৩০ লক্ষ থেকে ১.৩৬ লক্ষ টাকা।
Leave a Reply