September 30, 2023, 11:09 am
এবার ভারতে নতুন রঙে একটি বাইকের মডেলের লঞ্চের কথা ঘোষণা করল প্রিমিয়াম মোটর সাইকেলের দুনিয়ায় অন্যতম নেতৃত্ব প্রদানকারী সংস্থা বিএমডব্লিউ মোটোরাড। জানা যাচ্ছে, BMW G310R, G310RR ও G310GS মডেলের পেইন্ট স্কিমে বিশেষ আপডেট আনা হয়েছে। আজকে যে বাইকটি নিয়ে আলোচনা হবে সেটি হল 2023 BMW G310R। এটিতে পেইন্ট স্কিমে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।
2023 BMW G310RR মডেলে এবার থেকে কসমিক ব্ল্যাক ২ অপশন পাওয়া যাবে। 2023 BMW G310GS মডেলটি পাওয়া যাবে রেসিং রেড রঙে। এই মডেলটি আগে র্যালি কালামাটা ডার্ক গোল্ড মেটালিক, কসমিক ব্ল্যাক ৩, রেসিং ব্লু মেটালিক, স্পোর্ট পোলার হোয়াইট রঙে উপলব্ধ ছিল। 2023 BMW G310R মডেলে নতুন রঙ সংযোজন হয়েছে স্টাইল প্যাশন।
তবে সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন মডেলে আগের রঙগুলিও পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, BMW G310 সিরিজের প্রতিটি গাড়িতে রয়েছে ৩১০ সিসি ইঞ্জিন যা ৯,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৪ এইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ২৮ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া মডেলগুলি ৪ স্ট্রোক ও ৪ ভাল্ভ দ্বারা চালিত।
ব্রেকিং-এর জন্য রয়েছে সামনের চাকায় ৩০০ মিমি ডিস্ক ব্রেক ও পিছন চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক। এছাড়া রয়েছে ডুয়াল এবিএস সিস্টেম। ভারতে BMW G310R, G310RR ও G310GS মডেলগুলির দাম যথাক্রমে ২.৮৫ লক্ষ, ৩ লক্ষ ও ৩.২৫ লক্ষ টাকা থেকে শুরু।
The post News/check-out-this-bmw-bike-new-model-features/”>নয়া অবতারে এন্ট্রি নিতে চলেছে BMW-র সস্তার বাইক, ফিচারসে গরম করবে বাজার appeared first on Newshost24 Safar.
#নয় #অবতর #এনটর #নত #চলছ #BMWর #সসতর #বইক #ফচরস #গরম #করব #বজর #Newshost24 #Safar
Leave a Reply