দুই চাকার সেগমেন্টে নতুন চমক আনতে চলেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘হিরো মোটকর্প’! না না নতুন কোনো বাইক নয়, তবে পুরনো জনপ্রিয় একটি বাইককে নতুন রূপে আনতে চলেছে তারা। আমরা সকলেই জানি একসময় বাইকের দুনিয়ায় রাজত্ব করেছে ‘হিরো ক্যারিজমা’।
খুব শীঘ্রই এবার নতুন অবতারে আসতে চলেছে এই বাইকটি। যার নাম রাখা হয়েছে ‘Hero Karizma XMR 210’। বাইকটির লঞ্চের খবর শুনে রীতিমতো উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে বাইকপ্রেমীদের মনে। যদিও আগের রূপে আর এই বাইক দেখা যাবে না, কারণ, ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হবে৷ এছাড়া ইঞ্জিনেও থাকবে চমক।
আগে এই বাইকে ২২৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হতো। তবে সাম্প্রতিক বাইকটিতে ২১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহৃত হবে। যা সর্বোচ্চ ২৫ বিএইচপি শক্তি এবং ২৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। এছাড়া যদি আমরা অন্যান্য ফিচার্স দেখি তাহলে দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল এবিএস, ব্লুটুথ কানেকশন ইত্যাদি।
অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের। যদি আমরা দামের কথা বলি তাহলে ১.৫ থেকে ১.৮ লাখ টাকা দাম হতে পারে এই বাইকের। আগামী মাসের ২৯ তারিখে বাইকটি লঞ্চ হবে বাজারে। খুব শীঘ্রই হয়তো ডেলিভারিও শুরু হবে।
Leave a Reply