বিদ্যমান হোক বা নতুন, একের পর এক বাইক এনে চমকে দেয় জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘Hero Motocorp’। এই যেমন খুব শীঘ্রই তারা তাদের পুরনো একটি বাইককে নতুন রূপে হাজির করতে চলেছে। আগামী ২৯শে আগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে ‘Hero Karizma XMR’। ইতিমধ্যেই এই বাইকের একাধিক টিজার পোস্ট করেছে সংস্থা। যেখান থেকে স্পষ্ট হয়েছে এই বাইকের ফিচার। এছাড়া জানা গিয়েছে এবারেও বাইকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে অভিনেতা হৃত্বিক রোশনকে।
এই বাইকের নতুন ডিজাইন হিসেবে দেখা যাবে এলইডি ডিআরএল এবং হেডল্যাম্প। আর এই হেডল্যাম্পে রয়েছে দুটি প্রোজেক্টর ইউনিট। যার মধ্যে একটি হাই বিম এবং অপরটি লো বিম। এখানেই শেষ নয় এতে এমন একটি লাইট সেন্সর রয়েছে যা অন্ধকারে লো বিমে চলার সময় নিজে থেকেই সক্রিয় হয়ে যায়। এরপর হাই বিমে পরিবর্তিত করতে সুইচগিয়ার ব্যবহার করতে হবে রাইডারকে।
এতে থাকবে ২১০ সিসির লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ২৫ এইচপি শক্তি এবং ২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে মাইলেজ পাওয়া যাবে ৩২.৮ কিলোমিটার। এছাড়া সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৪৩ কিলোমিটার/ঘন্টা। সুরক্ষার জন্য উভয় চাকাতেই ডুয়াল চ্যানেল এবিএস-সহ ডিস্ক ব্রেক দেওয়া হবে। এছাড়াও থাকবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক সাসপেনশন। এখানেই শেষ নয় অত্যাধুনিক ফিচার হিসেবে এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হবে।
দাম: টিজার দেখে মনে করা হচ্ছে এই বাইকের দাম শুরু হবে ২.০৫ লক্ষ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২.২৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, এই বাইকের মোট ৫ টি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে।
Leave a Reply