বর্তমানে গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির রমরমা। শুধুমাত্র গাড়িতে তা আটকে নেই, বৈদ্যুতিক সাইকেলের প্রতিও অনেকে নজর দিচ্ছেন। আর তাই সাইকেল তৈরির সংস্থাগুলি তাদের কারখানায় তৈরি করছে একাধিক বৈদ্যুতিক সাইকেল। তবে বৈদ্যুতিক গাড়ি বা সাইকেল কেনার পিছনে এটির মাইলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত বেশি মাইলেজ তত জনপ্রিয়তা। আজকের প্রতিবেদনে রইল এমনই একটি সাইকেলের খোঁজ যা ৩৫০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
আর সেই সাইকেলটি হল Eunorau Flash। এটি সম্পূর্ণ চার্জ দিলে ৩৫০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। আর এই কারণে এটি হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। সাইকেলে রয়েছে তিন ধরনের ব্যাটারি৷ সাইকেলের ফ্রেম ও সিটের নীচে রয়েছে সেই ব্যাটারি। সাইকেলটি ২০০ কেজি ওজন বহন করতে সক্ষম বলে জানা গিয়েছে। সাইকেলটির ওজন ৪২ কেজি। এই আবিস্কার যে যুগান্তকারী তা আর নতুন করে বলে দিতে হয় না।
সাইকেলে রয়েছে ২,৮০৮ Wh LG ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জে ৩৫০ কিলোমিটার রেঞ্জ দেওয়ার কথা বলে। এছাড়া রয়েছে তিন ধরনের মোটর, যেমন – ৭৫০ ওয়াট মোটর, Flash AWD ৭৫০ ওয়াট ডুয়াল মোটর এবং Flash ১০০০ ওয়াট ইলেকট্রিক মোটর। এটিতে থ্রটেল ও প্যাডেল দু’টি মোড বর্তমান। সম্পূর্ণ চার্জ হতে এই সাইকেলের ব্যাটারি সময় নেয় ৩ থেকে ৪ ঘন্টা।
প্রতি ঘন্টায় এটি ৩২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। সাইকেলে থাকবে একটি এলসিডি স্ক্রীণ। সাইকেলে আপনি আপনার স্মার্টফোন কানেক্ট করতে পারবেন। এর ফলে মোবাইলের সমস্ত তথ্য সাইকেলের স্ক্রীণে ফুটে উঠবে। এই সাইকেলটির দাম ১,৮৯৯ ডলার। সাইকেলটির বডি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি করা।
Leave a Reply