আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হল আমাদের মোবাইল। এট না হলে আমাদের দৈনন্দিন জীবন অসম্পূর্ণ। একাধিক সমস্যার একটিই সমাধান এই স্মার্টফোন। তাই বিজের মোবাইলকে সকলে গুরুত্ব দিয়ে থাকেন। তবে অনেকসময় আমরা দরকারে হঠাৎ বাইরে বেরোলে বা দীর্ঘক্ষণ বাইরে থাকলে কোনে কারণে আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে। সেইসময় আমাদের হাতের কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকে না অনেকের।
এইসময় অনেকেই একটি ভুল করে। অনেকেই যদি লক্ষ্য করেন তাদের মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে তখন তারা মল, বিমানবন্দর, রেল স্টেশনে তৈরি হওয়া চার্জিং পয়েন্টে চার্জ দেন নিজের মোবাইল। এসব জায়গায় অনেক চার্জিং পয়েন্ট থাকে জনসাধারণের জন্য। অনেকেই সেগুলি ব্যবহার করেন। তবে এর মাধ্যমেও আপনার ক্ষতি হতে পারে। আর সেই ক্ষতি থেকে আপনাকে সাবধান করতে আজকের প্রতিবেদন।
মল, বিমানবন্দর, রেল স্টেশনে থাকা ইউএসবি চার্জিং স্টেশনগুলিকে ম্যাওয়ার ইনজেক্ট ও ডেটা চুরি করার জন্য ডিজাইন করা যেতে পারে। এটিকে বলে জুস জ্যাকিং। এর মাধ্যমে হ্যাকাররা আপনার মোবাইলের পাসওয়ার্ড রেকর্ড করতে পারে। ম্যালওয়ারের মাধ্যমে আপনার ফোন ট্র্যাক করা সম্ভব ও কল রেকর্ড করা সম্ভব। এছাড়া এই চার্জিং স্টেশনে চার্জ দেওয়া মোবাইলগুলির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে হ্যাকাররা।
তাই বাড়ি থেকে বাইরে বেরোনোর আগে নিজের মোবাইল সর্বদা সম্পূর্ণ চার্জ দিয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করুন। এর ফলে বাইরে কোনো চার্জিং স্টেশনে চার্জ দিতে হবে না। আপনার ব্যক্তিগত তথ্য ও আপনার মোবাইল থাকবে সুরক্ষিত। যদি একান্তই চার্জ না থাকে তবে খুব দরকার ছাড়া মোবাইল ব্যবহার না করাই ভালো।
Leave a Reply