September 30, 2023, 9:03 am
Viral Video : সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল (Viral Video) হয় নানান ধরনের ভিডিও। এমন বেশ কিছু ভিডিও দেখা যায় যেগুলি দেখলে আমরা হাসি থামাতে পারি না। আবার এমনও অনেক ভিডিও রয়েছে যেগুলি চোখে আনে জল। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে ভিডিও ঘুরে বেড়াচ্ছে তা দেখে রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে নেটপাড়ার।
সাপ দেখতে যতই সুন্দর হোক না কেন। সামনে যদি হঠাৎ করে চলে আসে তাহলে চমকে উঠবেন সকলেই। স্পর্শ তো দূরের কথা, বিষাক্ত এই প্রাণীর ধারে কাছেও যেতে সাহস পান না আমজনতা। অথচ সেই সাপ হয়ে উঠল খেলার সঙ্গী। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই থ হয়ে গিয়েছেন নেট নাগরিকরা।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 8 থেকে 10 হাতেরও বেশি লম্বা একটি সাপ। ফনা তুলে রয়েছে সেটি। অথচ সেই সাপের সঙ্গে দিব্যি ভাব জমিয়েছে এক শিশু। সাপের লেজ ধরে খেলায় মেতে উঠেছে সে। এমনকি সাপ এঁকেবেঁকে পালিয়ে যেতে চাইলেও তাকে টেনে ধরে রেখেছে ছোট্ট ওই শিশুটি। তার চোখে নেই একটুও ভয়। যা দেখে অবাক হয়ে গিয়েছেন 8 থেকে 80 সকলেই।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তুলে ধরা হয়েছে raj_meena_3262 vecs নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। ইতিমধ্যেই ভিডিও দেখে ফেলেছেন বহু মানুষ। এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কমেন্ট বক্সে কেউ লিখলেন, ‘ছোট্ট শিশুর দুঃসাহসিকতা দেখে সত্যিই অবাক হয়ে যাচ্ছি। সবথেকে বেশি অবাক লাগছে কেন তাকে আটকে দেওয়া হয়নি এমন কাজ করা থেকে’। অনেকেই আবার শিশুটির পেছনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষকে করেছেন তুলোধোনা। তবে যাই হোক না কেন, সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ভাইরাল এই ভিডিও।
#নই #ভযডর #বশলকর #বষধর #সপক #নয #মনর #আননদ #খল #করছ #ছটট #বলক #দখ #চখ #কপল #নটবসর
Leave a Reply