September 21, 2023, 7:43 am
দেশের শীর্ষস্থানীয় অনলাইন বুক শপ রকমারি ডট কম জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিংয়ের কাজে একটি পদে ২৫ জনকে নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির ঢাকা (মতিঝিল) অফিসে নিয়োগ পাবেন।
পদের নাম: টেলি সেলস/টেলি মার্কেটিং এক্সিকিউটিভ। পদ সংখ্যা: ২৫টি। বয়সসীমা: ২৮-২৮ বছর। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।
কাজের ধরন: প্রতিষ্ঠানটির বিজ্ঞান বই এবং অন্যান্য পণ্যের সঙ্গে বিস্তৃত পরিসরে সম্ভাব্য গ্রাহকদের পরিচয় করিয়ে দেওয়া। বিক্রয় নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। গ্রাহকের মাঝে পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরা এবং তাদের প্রশ্নের উত্তর করা। গ্রাহকের চাহিদা বুঝে উপযুক্ত পণ্যের সুপারিশ করা।
চাকরির ধরন: খণ্ডকালীন, চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিস।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলা টাইপিং, বেসিক কম্পিউটার স্কিল, গুগল শিট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে।
নিয়োগের স্থান: ঢাকা (মতিঝিল)।
শিফট ও কাজের সময়: কাজের সময় ৬ ঘণ্টা। সাপ্তাহিক কাজ ৬ দিন। সকালের শিফট ১০টা থেকে ৪টা। সন্ধ্যার শিফট বিকাল ৪টা থেকে ১০টা পর্যন্ত।
বেতন: ১০,০০০-১২,০০০ টাকা। সুযোগ-সুবিধা: মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা।
আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৩।
#পরটটইম #কজর #সযগ #দচছ #রকমর #নব #২৫ #জন
Leave a Reply