খুব শীঘ্রই ‘Tata Nexon’ ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘টাটা মোটর’। সম্প্রতি এই গাড়ি লঞ্চ হওয়ার তারিখ, বুকিং এবং ডেলিভারির তারিখ জানিয়ে দিয়েছে তারা। জানা গিয়েছে, নতুন ভার্সনে একাধিক ফিচার যোগ করা হয়েছে। যা গাড়িটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
আগামী ১৪ই সেপ্টেম্বর গাড়িটি ভারতে লঞ্চ হবে এবং এই মাসের শেষের দিক থেকে শুরু হবে ডেলিভারি। তবে ৪ঠা সেপ্টেম্বর থেকেই গাড়িটি বুক করতে পারবেন আপনি। মোট ১১ টি ভ্যারিয়েন্ট এবং ৬টি রঙে উপলব্ধ হবে এই গাড়িটি। যদি আমরা ডিজাইন দেখি তাহলে সেখানে এলইডি স্প্লিট হেডল্যাম্প এবং এলইডি ডিআরএল দেওয়া হয়েছে।
এছাড়া অভ্যন্তরীণ ডিজাইন নজর কাড়বে সকলের। যেখানে থাকবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সাথে থাকবে নেভিগেশন, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ওয়ারলেস চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ইত্যাদি। সুরক্ষার জন্য তাতে দেওয়া হবে ৬টি এয়ার ব্যাগ, ফ্রন্ট পার্কিং সেন্সরের মতোন অত্যাধুনিক ফিচার। যদি আমরা ইঞ্জিন দেখি তাহলে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন থাকবে এই গাড়িতে।
যা সর্বোচ্চ ১২০ এইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে ১.৫ মিটার ডিজেল ইঞ্জিনেরও বিকল্প রয়েছে। যা ১১৫ এইচপি শক্তি এবং ১৬০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। পেট্রোল ইঞ্জিনে পাবেন ৫ স্পীড ম্যানুয়াল, ৬ স্পীড অটোমেটিক এবং ৭ স্পীড ডিসিটি গিয়ারবক্স । অন্যদিকে ডিজেল ইঞ্জিনে থাকবে ৬ স্পীড ম্যানুয়াল এবং ৬ স্পীড এএমটি গিয়ারবক্স।
Leave a Reply