এই মাস বাইক প্রেমিকদের জন্য হতে চলেছে ধামাকাদার.. বহু প্রতীক্ষিত রয়েল এনফিল্ড থেকে মোটরসাইকেল হিরো কারিশমা আগস্টেই বাজারে আসতে চলেছে সব দারুন দারুন টু হুইলার। পেট্রোল চালিত হোক কিংবা ইলেকট্রিক বাইক কোনো ক্রেতা নিরাশ হতে পারবেন না এই আগস্ট মাসে। পুজোর আগে নতুন বাইকের সাথে পুজোটা করে তুলতে পারবেন জমজমাট। চলুন দেখে নেওয়া যাক কি কি বাইক আস্তে চলেছে বাজারে-
১)HONDA SP 160- Honda ইউনিকর্নকে অনুসরণ করে এসপি মডেলের বড় ভার্সন SP 160 আনছে সংস্থাটি। নাম শুনে বোঝা যাচ্ছে এতে থাকতে চলেছে ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সংযুক্ত থাকবে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এর সাথেই রাখা হবে অত্যাধুনিক বৈশিষ্ট্য । লঞ্চের তারিখ এখনো জানানো না হলেও আশা করা হচ্ছে আগস্ট এই বাজার কাপাবে এটি।
২)Royal Enfield bullet 350- ভারতের ড্রিম বাইক বললেই প্রথমেই আসে রয়্যাল এনফিল্ড এর কথা। বিশেষত 350cc সেগমেন্টের বেশ কয়েকটি জনপ্রিয় বাইক রয়েছে এই সংস্থার। আর এবার বুলেট বাইকের নবজন্ম দিতে চলেছে রয়্যাল এনফিল্ড। ৩৫০ সিসির এই বুলেটের ইঞ্জিন ২০.২ হর্স পাওয়ার এবং ২৭ নিউটন মিটার টর্ক্ তৈরি করতে সক্ষম, সঙ্গে থাকবে ৫ স্পিড গিয়ার বক্স। মোটরসাইকেলটি লঞ্চ হবে ৩০ আগস্ট।
৩)Hero Karizma xmr 210- মডার্ন স্টাইলিং এর কথা মাথায় রেখে কারিশমার নতুন অবতার আনতে চলেছে এই সংস্থা। স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে ধারণা করা হচ্ছে বাইকটি ২১০ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডাল ইঞ্জিন সহ আসবে। যেখান থেকে আউটপুটের পরিমাণ হবে ২০ বিএইচপি শক্তি। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকবে ৬ স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্স। ২৯ আগস্ট ই বাজারে লঞ্চ হতে চলেছে Karizma XMR 210.
৪)Ather 450 S- বৃহস্পতিবারই এটি উন্মোচন হয়েছে। কোম্পানির দাবি এই স্কুটারটি সংস্থার সবথেকে সস্তা এন্টি লেভেল-এর স্কুটার যার দাম রাখা হয়েছে ১.৩০ লাখ টাকা। তিনটি ভেরিয়েন্টের বিকল্পে পাওয়া যাবে এটি। কোম্পানির দাবি সিঙ্গেল চার্জে এর রেঞ্জ থাকবে ১১৫ কিলোমিটার। এর টপ স্পিড ৯০ কিমি প্রতি ঘন্টা।
৫) TVS ELECTRIC SCOOTER- ২৩ শে আগস্ট লঞ্চ হতে চলা এই স্কুটারটিতে থাকবে স্পোর্টি লুক, হাই টেক ফিচার্স। ভালো রেঞ্জ ও ব্যাটারি অফার করতে পারে টিভিএস এর এই ইলেকট্রিক স্কুটার।
Leave a Reply