খুব শীঘ্রই এবার ‘Tata Nexon’এর ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করতে চলেছে সংশ্লিষ্ট সংস্থা। শোনা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই বাজারে আসবে এই গাড়ি। দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিলো এই গাড়িটি নিয়ে নাকি কাজ চালাচ্ছে সংস্থা। যা জানার পর উত্তেজনা বেড়ে গিয়েছিল গ্রাহকদের মধ্যে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে এই গাড়িটি অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। এবার জানা গেলো ২০২৩ সালের ১৪ই সেপ্টেম্বর এই গাড়িটি বাজারে প্রবেশ করবে। তখন থেকেই গাড়িটির বুকিং শুরু করবে সংস্থা।
ফিচার: এই গাড়িতে একাধিক আধুনিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। যেমন হেডল্যাম্পের সাথে এলইডি ডিআরএল দেখা যাবে, এছাড়াও থাকবে এলইডি টেইললাইট। যদি আমরা গাড়ির অভ্যন্তরীণ বিভাগ দেখি তাহলে সেখানে ডুয়াল টোন দেওয়া হবে। সাথে থাকবে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। শুধু তাই নয় থাকবে নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সেখানে মূলত ‘ড্রাইভার অ্যাসিস্ট্যান্স’ সংক্রান্ত তথ্য দেখা যাবে।
যদি আমরা অন্যান্য আধুনিক ফিচার দেখি তাহলে থাকবে ৬টি এয়ারব্যাগ, বৈদ্যুতিক সানরুফ, ওয়ারলেস ফোন চার্জিং, ৩৬০ ডিগ্রী ক্যামেরা ইত্যাদি। অন্যদিকে যদি আমরা ইঞ্জিন ক্ষমতা দেখি তাহলে সেখানে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে। এছাড়াও থাকবে ৭ স্পীড ট্রান্সমিশন। তবে এই ইঞ্জিন কতটা শক্তি এবং টর্ক উৎপন্ন করবে সেই বিষয়ে সংস্থার তরফ থেকে কিছু জানা যায়নি।
উল্লেখযোগ্য, ‘Tata’ সংস্থা ইতিমধ্যেই একাধিক দুর্দান্ত গাড়ি নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এছাড়া ভবিষ্যতেও বেশ কিছু গাড়ি আনার পরিকল্পনায় রয়েছে তারা।
Leave a Reply