September 21, 2023, 9:37 am
উন্নতমানের ফিচার্স, সুরক্ষা এবং মাইলেজ প্রতিটি ক্ষেত্রেই বহু বছর ধরে গ্রাহকদের ভরসা জুগিয়ে এসেছে হিরো। আর সেই কারণেই জনপ্রিয়তার দৌড়ে সবসময় এক কদম এগিয়ে থাকে হিরো মোটোকর্প। তবে এবার যারা এই পুজো নতুন বাইকের সাথে সেলিব্রেট করতে চান তাদের জন্য দারুন খবর।
হিরোর একটি জনপ্রিয় বাইক Hero splendor plus XTEC. আর এর জনপ্রিয়তার অন্যতম কারণ এর আধুনিক বৈশিষ্ট্য এবং আপডেট। Splendor plus XTEC একটি নতুন ডিজাইন ও দারুন ইঞ্জিন অফার করেন। এবার এই জনপ্রিয় বাইকটিই মিলবে ইএমআই অপশনের সাথে।
বৈশিষ্ট্যের কথা বললে এতে দেওয়া হয়েছে হেডলাইট ইউনিট, টেইল্যাম্প, ফুয়েল ট্যাঙ্ক ও গ্র্যাব রেল। আর ইঞ্জিনের কথা বললে এটি ৯৭.২ সিসি একক সিলিন্ডার ইঞ্জিন দিয়ে সজ্জিত। যা ১০.৯bhp শক্তি এবং ৯.৮ এনএম টর্ক উৎপন্ন করে।
দাম- বাইকটির সাধারণত প্রারম্ভিক মূল্য ৯৩,৮১৮. কিন্তু বর্তমানে আপনি চাইলে ইএমআই প্ল্যান বেছে নিতে পারেন। মাত্র ৯০০০ টাকা ডাউন পেমেন্ট বাড়িতে আনতে পারবেন এই বাইকটি। বাকি টাকা অর্থাৎ ৮৪ হাজার ৮১৮ টাকা লোন নিতে পারেন। ধরে নেওয়া যায় তিন বছরের জন্য ৯.৭% সুদের হার দিতে হবে এক্ষেত্রে মাসিক ইএমআই পড়বে ২৭২৫ টাকা। গ্রাহকরা হিরো ফিন্যান্স, বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাংক, ICICI, SBI থেকে লোন নিতে পারবেন।
উল্লেখ্য এই বাইকটিতে বেশকিছু নবতম সংযোজন করা হয়েছে যা একে করে তুলেছে আধুনিক। বাইকটিতে পাওয়া যাবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জার, সাইট স্ট্যান্ড এলার্ম ইত্যাদি। তিনটি কালার বিকল্পে বাইকটির বেছে নিতে পারবেন।
#পজর #আগই #বমপর #অফর #মতর #৯ #হজর #টকয় #বড় #নয় #আসন #Hero #splendor #XTEC #বইক #Newshost24 #Safar
Leave a Reply