ভারতে গাড়ির বাজারে মারুতি সুজুকির জনপ্রিয়তা নতুন করে আর কিছু বলার নেই। নানান সেগমেন্টে গাড়ি লঞ্চ করে বারংবার গ্রাহকদের চমকে দেয় এই সংস্থা। এবার তারা নিয়ে এলো একটি দুর্দান্ত গাড়ি যাতে রয়েছে দুর্দান্ত মাইলেজ এবং গাড়িটি ১০ লক্ষ টাকার নীচে। গাড়িটি হল Maruti S-Presso। শক্তিশালী ফিচার্স নিয়ে বাজারে হাজির হল এই গাড়ি৷ পেট্রোল ও সিএনজি দু’টি ভ্যারিয়েন্টেই এটি লঞ্চ হয়েছে।
গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.২৬ লক্ষ টাকা। গাড়িটিতে রয়েছে একটি বক্সি লুক ও তার সঙ্গে রয়েছে SUV কমফোর্ট। ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ৬৬ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে। এছাড়া রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স। এটি ৬টি বিভিন্ন রঙে বাজারে হাজির হতে চলেছে।
এটি একটি ৫ সীটার ছোটো SUV গাড়ি। গাড়িটির টপ মডেলের দাম ৬.১৩ লক্ষ টাকা। চারটি ট্রিমে এটি উপলব্ধ Std, LXi, VXi(O) ও VXi+(O)। গাড়িটির ইঞ্জিন ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে যা উচ্চতর গতি তৈরি করতে সক্ষম। গাড়িতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস, ফ্রন্ট সিটবেল্ট। গাড়িটি বাজারে আসলেও একাধিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত।
যার মধ্যে অন্যতম একটি হল Renault Kwid। মারুতির গাড়িটিতে রয়েছে গাড়ি চালু ও বন্ধ করার বোতাম, ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্পীড এলার্ট, মাউন্টেড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। প্রতি লিটার পেট্রোলে গাড়িটি ২৫.৩০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এবং সিএনজি ভার্সনে ৩২.৭৩ কিলোমিটার। গাড়িটি আগামী আগস্টের ৩১ তারিখ পর্যন্ত ৫৪,০০০ টাকার বড়সড় ডিসকাউন্ট দিচ্ছে।
Leave a Reply