হিরো মানেই দেশের বাইকপ্রেমীদের মনে একটা ইমোশনাল কানেকশন। স্টাইল, পারফর্ম্যান্স আবার সাধ্যের মধ্যে স্বপ্নপূরনের কথা এলেই বাইকপ্রেমীদের একমাত্র চয়েজ থাকে হিরো ব্র্যান্ড। আর এই জনপ্রিয়তা ও ক্রমবর্ধিত চাহিদার কথা মাথায় রেখে পুজোর আগে দারুন উপহার দিতে চলেছে এই সংস্থা। হিরো তাদের অন্যতম জনপ্রিয় কমিউটার মোটরসাইকেলকে নতুন ভাবে সজ্জিত করতে চলেছে। তাদের জনপ্রিয় Glamour ১২৫ হাজির হতে চলেছে নতুন সংস্করণে।
আপডেট হিসেবে থাকছে নয়া নির্গমন বিধি BS6 phase 2 পালনকারী ইঞ্জিন। পারফর্মেন্স ও স্টাইল মিলেমিশে আকর্ষণীয় হতে চলেছে গ্ল্যামার। নতুন মডেলটি E20 জ্বালানিতে ছুটতে চলেছে। ডিজাইনের দিক থেকে তেমন পরিবর্তন এখনো পর্যন্ত নজরে আসেনি। আগের মতোই সিঙ্গেল পড হেড লাইট, দুদিকে অ্যালয় হুইল, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক থাকছে।
হার্ডওয়ার হিসাবে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন রিয়ার স্প্রিং। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে থাকছে একটি ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ইউনিট। সুরক্ষার কথা ভেবে দেওয়া হয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আধুনিক এই বাইকে 124.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকছে
তেমনি থাকছে 5 স্পিড গিয়ার বক্স।
ইঞ্জিনের থেকে আউটপুটের পরিমাণ 10.72 bhp শক্তি এবং ১০.৬ এমএম টর্ক।ফাঁস হওয়া হিরো গ্ল্যামার ১২৫ এর নতুন ভার্সন দেখে ধারণা করা হচ্ছে এটি উৎপাদনের জন্য প্রস্তুত এবং শীঘ্র ডিলারশিপ গুলিতে বাইকটি পৌঁছে দেবার কাজ শুরু হবে। কাজ এভাবে এগোলে পুজোর মৌসুমে ক্রেতাদের মন মাতাতে হাজির হবে বাইকটি।
Leave a Reply