রয়্যাল এনফিল্ড.. প্রত্যেক বাইকপ্রেমীর কাছেই এটা একটা ড্রিম বাইক। একদিকে অ্যাডভেঞ্চার বাইক হিসেবে যেমন জনপ্রিয় এই কোম্পানির হিমালয়ান, তেমনি এর অন্যান্য বাইকগুলিও অফ রোডিং এর জন্য দক্ষ। সবমিলিয়ে তাই বাইকারদের অন্যতম পছন্দের নাম হয়ে উঠেছে রয়্যাল এনফিল্ড। এবার এই সংস্থারই আরো এক নতুন ভার্সন সামনে আসছে..যা বাইকারদের মনে তোলপাড় করতে বাধ্য।
পুজোর আগে নিজেদের ধামাকাদার বাইক লঞ্চ করতে প্রস্তুত সংস্থাটি। ইতিমধ্যে জানা গেছে সংস্থাটি 1st September তাদের নতুন Bullet 350 ও November-এ Himalayan 450 লঞ্চ করতে প্রস্তুত। তবে এরই মাঝে দেখা গেছে সংস্থাটি একটি নতুন নামের ট্রেডমার্ক দাখিল করেছে। যার নাম Guerrilla 450, এটি নতুন Himalayan ৪৫০ এর একটি রূপ হতে পারে বলেই ধারণা।
জানা গেছে এই Guerrilla 450, অফরোডিং ফিচারস নিয়েই বাজারে ঢুকবে। থাকবে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। অর্থাৎ যারা লং ট্রিপে যান তাদের জন্য আদর্শ বাইক হতে পারে এটি।
ইঞ্জিনের ক্ষেত্রে একদম নতুন ৪৫০ সিসি ইঞ্জিন থাকবে এতে যা সর্বোচ্চ ৪০ হর্স পাওয়ার এবং ৩৭ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম হবে। ইঞ্জিনের সাথে যুক্ত হতে পারে ৬ স্পিড গিয়ার বক্স।
এছাড়াও সম্ভাব্য ফিচার্সদের কথা যদি বলা হয় তাতে দেখা যেতে পারে এলইডি লাইটিং, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, আপ সাইড ডাউন ফর্ক, অফ রোড অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ইত্যাদি। প্রসঙ্গত রয়্যাল এনফিল্ড তার instagram হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছে যেখানে লেখা রয়েছে “একটি নাম, নয় দশক, লক্ষ লক্ষ গল্প। শুরু হচ্ছে আর এক নতুন অধ্যায় ১.০৯.২০২৩।” সেখান থেকেই আশা করা হচ্ছে রয়্যাল এনফিল্ড আরো সমৃদ্ধ করতে চলেছে নিজেদেরকে।
Leave a Reply